ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতারক রুবেলের দায়ে ফেঁসেছেন রুবেল হোসেন!


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০১৭, ০৭:৪১ পিএম
প্রতারক রুবেলের দায়ে ফেঁসেছেন রুবেল হোসেন!

চূড়ান্ত স্কোয়াডে থেকেও দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা যেতে পারেননি টাইগার দলের পেসার রুবেল হোসেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই তাকে ফিরতে হয়েছে! দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশন বিভাগ তার ছাড়পত্র আটকে দিয়েছে। 

রুবেলের সঙ্গে কেন এমনটা ঘটলো? এমন অনাকাঙ্খিত ঘটনার পর পরই গোটা ক্রিকেট মহলে আলোড়ন সৃষ্টি হয়।  আর ঘটনাটি খতিয়ে দেখতই বেরিয়ে এলো অস্বস্তিকর তথ্য! 'রুবেল হোসেন' নামটি দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশনে কালো তালিকাভুক্ত। মানে রুবেল হোসেন নামে কোনো এক ব্যক্তি দক্ষিণ আফ্রিকায় গিয়ে কোনো অপরাধ করেছে, তাই এই নামটি গ্রহণ করছে না দেশটির ইমিগ্রেশন বিভাগ। তারা অপরাধী রুবেলের সঙ্গে পেসার রুবেলকে গুলিয়ে ফেলেছে! এই কারণেই দক্ষিণ আফ্রিকা যাওয়ার অনুমতি পাচ্ছেন না জাতীয় দলের এই গতিতারকা।

ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকার ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে বিসিবি। তাদের ফিরতি মেইলে পাওয়া গেছে এসব অস্বস্তিকর তথ্য! ই-মেইলে বলা হয়েছে, রুবেল হোসেন নামে এক ব্যক্তি এর আগে দক্ষিণ আফ্রিকায় প্রতারণামূলক কোনো অপরাধ করেছেন। নামটি তাই সে দেশের ইমিগ্রেশন কালো তালিকাভুক্ত করে রেখেছে। বিসিবি এখন প্রমাণের চেষ্টা করছে, দক্ষিণ আফ্রিকা যে রুবেল হোসেনের কথা বলছে, সেই রুবেল হোসেন ক্রিকেটার রুবেল হোসেন নন।

বিষয়টি তাদের বোঝাতে পারলেই হয়তো দক্ষিণ আফ্রিকায় যাওয়ার সুযোগ হবে পেসার রুবেলের। দুঃখজনক ব্যাপার হলো, এই গতিতারকাকে এখন প্রমাণ করতে হবে যে তিনি ক্রিকেটার রুবেল। পাশাপাশি ক্রিকেটার রুবেলকে দক্ষিণ আফ্রিকার সামনে নতুন করে তুলে ধরার চ্যালেঞ্জ এখন বিসিবির সামনে। বিসিবির পক্ষ থেকে এখন প্রোটিয়াদের সামনে ক্রিকেটার রুবেল হোসেনকে প্রতিষ্টিত করার চেষ্টা করছে।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ