ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজে পর্দার আড়ালে ভয়াবহ ঘটনা


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৭, ০৪:৩৫ পিএম আপডেট: অক্টোবর ২১, ২০১৭, ১০:৩৫ এএম
পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজে পর্দার আড়ালে ভয়াবহ ঘটনা

ইতোমধ্যে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চারটিতে খেলে ফেলেছে পাকিস্তান-শ্রীলঙ্কা।  সংযুক্ত আরব আমিরাতের মাটিতে পাকিস্তানের এই ‘হোম’ সিরিজে পর্দার আড়ালে ঘটে গেছে ভয়াবহ এক ঘটনা।  আর সেটি হলো পাকিস্তানের অধিনায়ক সরফরাজকে ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়েছেন বাজিকররা।  সরফরাজ অবশ্য ব্যাপারটি সঙ্গে সঙ্গেই দুর্নীতি দমন ইউনিটকে জানিয়ে দিয়েছেন।

কিছুদিন আগেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্পট-ফিক্সিংয়ের জন্য দুই পাকিস্তানি ক্রিকেটার খালিদ লতিফ ও শারজিল খানকে নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরপরেও আন্তর্জাতিক ম্যাচে ম্যাচ পাতানোর প্রস্তাব ভাবনারই কারণ হয়ে এসেছে। 

এদিকে নাম প্রকাশ না করার শর্তে বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘বিষয়টি যথাযথ প্রক্রিয়া ও পদ্ধতি মেনেই খতিয়ে দেখা হচ্ছে।’ তবে সবাই সরফরাজের পদক্ষেপের প্রশংসাই করছেন, ‘অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে সে বাকিদের সামনে উদাহরণ সৃষ্টি করেছে।’ 

বাজিকরের পরিচয় প্রকাশ করেনি পিসিবি। তবে পাকিস্তানি খেলোয়াড়দের সে চেনে, এবং দুবাই থেকেই তাঁর কাজকর্ম চালায় বলে জানিয়েছে বোর্ড। বোর্ডের অন্য একজন কর্মকর্তা জানিয়েছেন হোটেলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। খেলোয়াড়দের ওপর নজরদারিও বাড়ানো হয়েছে। পিএসএল কেলেঙ্কারির পরই দুবাইয়ে খেলোয়াড়দের থাকার হোটেল পরিবর্তন করেছিল পিসিবি। তবে কোচ মিকি আর্থারের চাওয়া অনুযায়ী খেলোয়াড়দের ওপর নজরদারিটা কিছুটা শিথিল করা হয়েছে। তাঁরা বন্ধু-ব কর্মকর্তাটি আরও জানিয়েছেন, 'হেড কোচ মিকি আর্থারের অনুরোধে খেলোয়াড়দের ওপর নজরদারি কিছুটা শিথিল করা হয়েছিল। আরব আমিরাতে তাঁদের বন্ধু-বান্ধবের সঙ্গে দেখা করার, ডিনার বা শপিংয়ের অনুমতিও ছিল। সরফরাজের পর ঘটনার পর আবারও খোলসে ঢুকে যেতে হচ্ছে তাদের। ছবি: জি নিউজ।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ