ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৪ চৈত্র ১৪৩০

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক ধমকেই পাল্টে গেল সব!


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২৪, ২০১৭, ০৮:০৭ পিএম
পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক ধমকেই পাল্টে গেল সব!

সবসময় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আর বিতর্ক একসূ্ত্রে গাঁথা! বিতর্ক আর পাকিস্তান ক্রিকেট পথ চলে যেন হাত ধরাধরি করে। এই যেমন কদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জিতলো পাকিস্তান। প্রথমবারের মতো। যা নিয়ে ক্রিকেটারদের সংবর্ধনা, পুরস্কার দেওয়ার শেষ নেই। কিন্তু সেই পুরস্কার বিরতণের ক্ষেত্রেও বিতর্ক পিছু ছাড়ে না পাকিস্তানকে! 

কদিন আগে এক সংবর্ধনা অনুষ্ঠানে অধিনায়ক সরফরাজ এবং ফখর জামানের সঙ্গে অন্য ক্রিকেটারদের দেওয়া পুরস্কারের মধ্যে বৈষম্য ছিল। যা মানতে পারেননি বাকি ক্রিকেটাররা। এ কারণে ওই অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান তারা। যে ঘটনায় জুনিয়র ক্রিকেটারদের প্ররোচিত করায় দুইজন সিনিয়র ক্রিকেটারকে সতর্ক করেছে পিসিবি। একই সঙ্গে সংবর্ধনা গ্রহণের ক্ষেত্রেও নজরদারি আনছে পিসিবি। 

আবার একটি শপিংমলের পক্ষ থেকে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ক্রিকেটারদের পুরস্কৃত করা হয়। অধিনায়ক সরফরাজ আহমেদের জন্য জমি এবং ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ ফখর জামানের জন্য ছিল ৫ লাখ রুপি পুরস্কার। কিন্তু অন্য ক্রিকেটারদের দেওয়া হয়েছে ২ লাখ রূপি করে। যা মেনে নিতে পারেননি বাকি ক্রিকেটাররা। ফলে সেই অনুষ্ঠানের পুরস্কারের চেক ফিরিয়ে দিয়ে অন্য ক্রিকেটাররা বেরিয়ে গেছেন, এই খবর ফলাও করে প্রচার হয় মিডিয়া। 

ঠিক ওই সময় জুনিয়র খেলোয়াড়দের উস্কে দেওয়া দুই সিনিয়র খেলোয়াড়কে বেশ কড়া ধমক দিয়েছে পাকিস্তান বোর্ড। সেই সাথে জুনিয়র যারা বিপ্লব করছিলেন, পুরস্কারের টাকা নেবেন না বলে সুর তুলেছিলেন তাদেরও সামলে নেওয়া হলো। এক ঢিলে দুই পাখি শিকার আর কি। বিপ্লব তাই বন্ধ। সবাই বৈষম্যের কথা ভুলে এখন এক সুরে কথা বলছেন। আর বোর্ডের সূত্র জানিয়েছে, পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান দিন দুয়েকের মধ্যে দেশে ফিরবেন। তাকে জানানো হবে, 'সব ঠিক আছে।' 

অবশ্য ওই বিতর্কের পর পাকিস্তান দলের সামনের সকল সংবর্ধনাই বাতিল করেছে পিসিবি। গত শুক্রবার পাকিস্তান দলকে সংবর্ধনা দিতে চেয়েছিল লাহোর প্রাদেশিক ক্রিকেট অ্যাসোসিয়েশন। এবং চ্যাম্পিয়ন দলকে দেড় কোটি রুপি অর্থ পুরস্কার দেওয়ার কথা ছিল। কিন্তু পিসিবির কড়াকড়ি আরোপে সেই অনুষ্ঠানও হতে পারেনি।

গো নিউজ ২৪/ এস কে 
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ