ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পর্ন কি সত্যিই আপনার যৌনজীবন নষ্ট করছে?


গো নিউজ২৪ প্রকাশিত: জুন ২১, ২০১৭, ০৫:০৬ পিএম আপডেট: জুন ২১, ২০১৭, ১১:০৬ এএম
পর্ন কি সত্যিই আপনার যৌনজীবন নষ্ট করছে?

ইন্টারনেটের বদৌলতে আজকাল প্রায় সবাই পর্ন আসক্ত হয়ে পড়েছেন। স্মার্টফোন এটাকে আরও সহজ করে দিয়েছে। কিন্তু, অতিরিক্ত পর্ন আসক্তি কি দ্রুত সমস্যা ডেকে আনে স্বাভাবিক যৌন জীবনে? পর্নোগ্রাফির নেশা কি পরোক্ষে সুস্থ মস্তিষ্কের ক্ষতিসাধন করে?

প্রশ্নের উত্তর খুঁজলেন বিশেষজ্ঞরা।

সঙ্গীর সঙ্গে স্বাভাবিক যৌন সম্পর্কের তুলনায় যাঁরা পর্ন দেখে হস্তমৈথুন বেশি পছন্দ করেন, সমীক্ষা বলছে এমন পুরুষদের লিঙ্গোত্থানের সমস্যা দেখা দেয়। শুধু তাই নয়, ইতালীয় গবেষকরা লক্ষ্য করেছেন, পর্ন আসক্ত ব্যক্তিদের সেক্সুয়াল অ্যানোরেক্সিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।

এর জেরে যৌন মিলনের সময় প্রবল মানসিক উদ্বেগে ভুগতে হয় এবং তার ফলে সঙ্গীর প্রতি যৌন আকর্ষণ কমতে থাকে। যৌন সঙ্গমের পরে তাঁরা কোনও মানসিক তৃপ্তিও উপভোগ করেন না।

তবে এই দাবি সমর্থন করেননি আর এক দল যৌন বিশেষজ্ঞ। তাঁদের মতে, এই সমীক্ষার বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। গবেষক নিকোল প্রাউসের মতে, পর্ন দেখার ফলে যাঁদের স্বাভাবিক যৌন জীবন দ্রুত শেষ হয়ে আসছে বলে অভিযোগ, আসলে তাঁদের যৌন প্রবৃত্তি ও
কামোত্তেজনার মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক কম।

এক্ষেত্রে তাঁর যুক্তি, হস্তমৈথুনের সঙ্গে পর্ন দেখার নেশার যে সব সময় যোগ থাকে, এমন যুক্তি ভ্রান্ত। পর্ন না-দেখেও যাঁরা নিয়মিত হস্তমৈথুন করে থাকেন, তাঁদেরও বিবিধ যৌনতা জনিত শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয়।

অভিযোগ, নিয়মিত পর্ন দেখার বাতিক না কি পুরুষকে নারী বিদ্বেষ ও যৌন নিগ্রহে প্রভাবিত করে। কিন্তু কানাডার এক সমীক্ষা অনুযায়ী, উল্টে পর্ন আসক্তরাই লিঙ্গ সমতায় বিশ্বাসী এবং তাঁদের মধ্যে যৌন অত্যাচারের প্রবণতা তুলনায় অনেক কম।

তবে কে কী ধরনের পর্ন দেখতে চান, তা নির্ভর করে ব্যক্তিগত যৌন রুচির উপর। গবেষণায় দেখা গিয়েছে, যে সমস্ত পুরুষ নারীকে যৌন আবেদনের দ্বারা আকৃষ্ট করতে ব্যর্থ হন, তাঁদের মধ্যে হার্ডকোর সেক্স ভিডিয়ো দেখার বাহুল্য রয়েছে।

তবে মাত্রাতিরিক্ত পর্ন দেখার ফলে কিছু মানসিক প্রতিবন্ধকতা সৃষ্টি হয় যা স্বাভাবিক যৌন জীবনকে প্রভাবিত করে। উদাহরণ হিসেবে বলা যায়, পর্ন ভিডিয়োয় দেখা অভিনেত্রীর সঙ্গে বাস্তবের যৌনসঙ্গীর তুলনা অবচেতনে তৈরি হয়।

এর ফলে তাঁর শরীরী আবেদন আর উত্তেজক বোধ হয় না এবং মিলনের সময় তাঁর আচরণও ওই অভিনেত্রীর মতো হতে পারে না। মানসিক চাহিদা না-মিটলে স্বাভাবিক ভাবেই পর্ন আসক্ত ব্যক্তি যৌন অক্ষমতায় ভুগতে শুরু করেন।

 

গো নিউজ২৪/এএইচ

লাইফস্টাইল বিভাগের আরো খবর
বিয়ে-বিচ্ছেদ বেড়েছে খুলনার মেয়েদের, কম বরিশালের

বিয়ে-বিচ্ছেদ বেড়েছে খুলনার মেয়েদের, কম বরিশালের

৪ মাসে একবার বিছানার চাদর কাচেন ব্যাচেলররা: গবেষণা

৪ মাসে একবার বিছানার চাদর কাচেন ব্যাচেলররা: গবেষণা

ডেঙ্গু আক্রান্তরা যে কারণে ডাবের পানি পান করবেন

ডেঙ্গু আক্রান্তরা যে কারণে ডাবের পানি পান করবেন

বাংলাদে‌শিদের জন্য ই-ভিসা চালু করেছে নেপাল

বাংলাদে‌শিদের জন্য ই-ভিসা চালু করেছে নেপাল

গর্ভাবস্থায় কী কী খাবার খেলে আপনার সন্তান হবে মেধাবী ও বুদ্ধিমান!

গর্ভাবস্থায় কী কী খাবার খেলে আপনার সন্তান হবে মেধাবী ও বুদ্ধিমান!

ডেঙ্গু সম্পর্কিত যেসব ভুল তথ্য এড়িয়ে যাবেন

ডেঙ্গু সম্পর্কিত যেসব ভুল তথ্য এড়িয়ে যাবেন