ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেপাল-ভারতের বন্যায় ডুবছে বাংলাদেশ


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৬, ২০১৭, ০৯:৫৭ পিএম
নেপাল-ভারতের বন্যায় ডুবছে বাংলাদেশ

ঢাকা: গেল কয়েক দিনেই বাংলাদেশে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এখন পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা একশর ঘর পেরিয়ে ১০৭ জন। এর মধ্যে শুধু পানিতে ডুবেই মারা গেছে ৯২ জন। শুধু কি বাংলাদেশেই বন্যার এ বীভৎস রূপ? নেপাল, ভারতেও বন্যার চরম পরিস্থিতি বিরাজ করছে। কয়েকদিনের ভারী বর্ষণে তিন দেশে উদ্বাস্তু হয়ে পড়েছে প্রায় ১৫ লাখ মানুষ। সেই সঙ্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ২৫০ জনে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বন্যায় সবচেয়ে ভয়াবহ হুমকির মধ্যে বাংলাদেশ। নেপাল ও ভারতের বন্যার ব্যাপকতা বাড়লে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যেতে পারে।

ভারতে সৃষ্ট বন্যায় ও ভূমিধসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের উজানে থাকা আসাম, মেঘালয়, বিহার, হিমাচল প্রদেশ ও পশ্চিমবঙ্গ রাজ্য। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এসব রাজ্যের সঙ্গে ইতোমধ্যে দেশটির রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পশ্চিমবঙ্গেও ডুবছে একের পর এক এলাকা। সেখানকার বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশের উজানের দেশ ভুটান, নেপাল ও বিভিন্ন বাঁধের ছেড়ে দেয়া পানির তোড়ে ভেসে যাচ্ছে বহু এলাকা। মালদহে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। ডুবেছে হরিশ্চন্দ্রপুর। মহানন্দার পানিতে প্লাবিত হয়েছে চাঁচল ও ইংরেজ বাজার। রায়গঞ্জে ফুঁসছে গামারি, কুলিক ও নাগর নদ। প্লাবিত হয়েছে বহু গ্রাম। দক্ষিণ দিনাজপুরের বংশীহারি নদীর ভাঙনে বিলীন হয়েছে বহু এলাকা। ডালখোলায় ভেঙে পড়েছে রেলসেতু।

মেঘালয় ও আসামের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে ওই অঞ্চলের বন্যা পরিস্থিতি অবনতি ঘটেছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। অপরদিকে, গেল তিন দিন ধরে নেপালসহ বিহারে ভারী বর্ষণে রাজ্যের পাঁচটি জেলা বন্যাকবলিত। মহানন্দা ও কানকাই নদের পানি বেড়েই চলেছে। যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে।

এদিকে, কলকাতা থেকে উত্তরবঙ্গগামী প্রায় সব ট্রেনই বাতিল করা হয়েছে। কলকাতা থেকে দার্জিলিং, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আগরতলাগামী ট্রেনগুলো চলছে না। বন্ধ রয়েছে কলকাতা থেকে উত্তরবঙ্গগামী দূরপাল্লার সব বাস। কলকাতা-ভুটান বাস চলাচলও বন্ধ। ফলে উত্তরবঙ্গের সঙ্গে ভারতের সাত রাজ্যের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

নেপালের দক্ষিণাঞ্চলের জনবহুল নিচু এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। হাজার হাজার বাড়িঘর পানিতে ডুবে গিয়ে মানুষ দুর্ভোগের কবলে পড়েছে।

এসব দেশ বাংলাদেশের উজানে অবস্থিত হওয়ায় প্রবল তোড়ে ভাটির দিকে নেমে আসছে বন্যার পানি। ইতোমধ্যে বাংলাদেশের উজানের জেলাগুলোতে এর প্রভাব পড়তে শুরু করেছে। কদিন আগে ভয়াবহ বন্যা থেকে প্রাণ বাঁচাতে ভারতের দুই গ্রামের প্রায় সাত শতাধিক নারী-পুরুষ ও শিশু বাংলাদেশের লালমনিরহাটের মোগলহাট ও দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে আশ্রয় নিয়েছে।

উজানের দেশগুলোতে বন্যায় ভয়াবহতা মারাত্মক আকার ধারন করায় ভাটির বাংলাদেশে আতঙ্ক দেখা দিয়েছে। গবেষকরা জানাচ্ছেন, এবারের বাংলাদেশের বন্যা গেল দুই শতাব্দির সবচেয়ে ভয়াবহ হবে বলে ভবিষ্যদ্বাণী করছেন। মূলত, চলতি ও গেল শতাব্দির সবচেয়ে ভয়াবহ বন্যা হিসেবে এতোদিন ধরা হয়ে আসছে ১৯৮৮ সালের বন্যাকে। কিন্তু এবারের বন্যা অতীতের সব বন্যার ভয়াবহতাকে ছাপিয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

সূত্রমতে, উত্তরাঞ্চলের বিভিন্ন নদীর পানি কোনো কোনো পয়েন্টে বিপদ সীমার ওপরের মাত্রা গেল ১৯৮৮ সালকে অতিক্রম করেছে। এসব পানি প্রবল বেগে নেমে আসছে ভাটির দিকে। এ কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের অন্তত ২০ জেলা ইতোমধ্যে বন্যা কবলিত হয়ে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ।

গোনিউজ২৪/পিআর

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়