ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেইমারকে পেনাল্টি ছাড়তে কাভানিকে ১ মিলিয়নের ‘লোভ’ পিএসজির


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০১৭, ১২:০৩ পিএম
নেইমারকে পেনাল্টি ছাড়তে কাভানিকে ১ মিলিয়নের ‘লোভ’ পিএসজির

পেনাল্টি নেওয়া নিয়ে দুজনের ‘দ্বন্দ্ব’ অনেকদূর গড়িয়েছে গত কয়েকদিনে। এবার সেই ঘটনার আরেকটি দিক সামনে এলো। ম্যাচের সময় পেনাল্টি নেইমারকে ছেড়ে দেওয়ার বিনিময়ে নাকি কাভানিকে ১ মিলিয়ন ইউরো দিতে চেয়েছিল পিএসজি। কিন্তু কাভানি ক্লাবের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

গুঞ্জন উঠেছিল, ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হয়ে বাড়তি ১ মিলিয়ন ইউরো পাওয়ার জন্যই নাকি নেইমারকে পেনাল্টি নিতে দেননি। এ নিয়ে নেইমারের সাথে ড্রেসিংরুমেও কথা কাটাকাটি হয়েছে কাভানির। পিএসজি কোচ যদিও বলেছিলেন, ব্যাপারটা নিজেদের মাঝেই মিটমাট করে নেবেন দুজন, কিন্তু সেরকম কিছু হয়নি।

এদিকে স্প্যানিশ পত্রিকা 'এল প্যারিস' বলছে, পিএসজি প্রেসিডেন্ট নাসির আল খেলাইফি নিজেই এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছিলেন। কাভানিকে তিনি প্রস্তাব দেন, সর্বোচ্চ গোলদাতা না হলেও তাকে ১ মিলিয়ন ইউরো বোনাস দেয়া হবে। বিনিময়ে তিনি শুধু পেনাল্টিটা নেইমারকে নিতে দেবেন।

তবে প্রেসিডেন্টের প্রস্তাবটা নাকি সাথে সাথেই প্রত্যাখ্যান করেছেন কাভানি। পরের ম্যাচগুলোতেও পেনাল্টি তিনিই নেবেন বলে জানিয়ে দিয়েছেন কোচ ও ক্লাব কর্মকর্তাদের।

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ