ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নেইমার নয় কাভানিই নেবেন পিএসজির পেনাল্টি কিক!


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০১৭, ১১:৫৬ এএম
নেইমার নয় কাভানিই নেবেন পিএসজির পেনাল্টি কিক!

রোববার ফ্রি-কিক ও পেনাল্টি কিক নিয়ে নেইমার এবং এডিনসন কাভানির মধ্যে খেলার মাঠেই ঝগড়া লেগে যায়। বিষয়টি দ্রুত সমাধান চায় পিএসজি। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানায়, পিএসজির পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে, ক্লাবের হয়ে কাভানিই পেনাল্টি কিক নেবেন।

গত রোববার লিঁও'র বিপক্ষে ফরাসি লিগের ম্যাচে পিএসজির হয়ে ফ্রি-কিক নিতে এগিয়ে আসেন কাভানি। কিন্তু জাতীয় দলের সতীর্থ দানি আলভেজ বল নিয়ে বাড়িয়ে দেন নেইমারকে। ব্যাপারটি পছন্দ হয়নি কাভানির। বেশ রাগান্বিত হয়ে পড়েন এই উরুগুয়ে ফরোয়ার্ড।

এর কয়েক মিনিট পর (ম্যাচের৭৯তম মিনিটে) পিএসজি পেনাল্টি নেইমার স্পট-কিক নেয়ার চেষ্টা করেন। তবে কাভানি সেটি হতে দেননি। নিজেই এগিয়ে আসেন কিক নিতে। এটি নিয়ে নেইমার বেশ অসন্তোষ প্রকাশ করেন; তর্ক করেন। তর্কে জেতেন কাভানিই। তবে স্পট-কিক থেকে গোল করতে ব্যর্থ হন তিনি।

সেই ঘটনার পর থেকেই পিএসজি আশা করেছিল নেইমার এবং কাভানি নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে ফেলবেন। তবে গুঞ্জন বের হয় এই ইস্যু নিয়ে ড্রেসিং রুমেও দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এমনকি নেইমার নাকি টুইটার থেকে নাপোলির সাবেক ফরোয়ার্ডকে ‘আনফলো’ করে দেন।

নেইমার-কাভানি নিজেদের মধ্যে সুরাহা না করায় পিএসজিকেই সামনে এগিয়ে আসতে হয়। ক্লাবের সিনিয়র খেলোয়াড় হিসেবে কাভানিই পেনাল্টি কিক নেবেন বলে ঘোষণা দেয় ফরাসি জায়ান্টরা।

ফরাসি সংবাদমাধ্যমগুলোর দাবি, নেইমার এবং কাভানির সঙ্গে সোমবার একান্ত বৈঠক করেন পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। তিনি বিষয়টি সুরাহা করার চেষ্টা করেন। সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, বুধবার (আজ) কোচ উনাই এমেরি এবং স্পোর্টিং ডিরেক্টর আন্তেরো হেনরিকসও নেইমার-কাভানির সঙ্গে বৈঠকে বসবেন।

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ