ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দলে নতুন দুই মুখ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৭, ০৭:২২ পিএম
নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দলে নতুন দুই মুখ

১ নভেম্বর দিল্লিতে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি লড়াই।  আর সে জন্য দল ঘোষণা করেছে ভারত ক্রিকেট বোর্ড। 

তিন ম্যাচের টি-টোয়েন্টিতে জাতীয় দলে ডাক পেয়েছেন নতুন দুই মুখ। মুম্বাই ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ারের সঙ্গে হায়দরাবাদের পেসার মোহাম্মদ সিরাজ প্রথমবারের মতো সুযোগ দেয়া হয়েছে দলে।  এছাড়া দলে রাখা হয়েছে আশিষ নেহরাকেও। যদিও প্রথম ম্যাচে এই পেসারকে বিবেচনায় রাখা হয়েছে। 

গত কয়েক মাস ধরে ভারতের ‘এ’ দলের হয়ে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন শ্রেয়াস। দক্ষিণ আফ্রিকা ‘এ’ ও আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ৫ ম্যাচে ২১৩ রান করা শ্রেয়াস ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ১৩১ বলে খেলেছিলেন হার না মানা ১৪০ রানের ইনিংস, যাতে ভারতীয় ‘এ’ দল সহজেই নিশ্চিত করেছিল শিরোপা।

২৩ বছর বয়সী সিরাজ ২০১৬-১৭ মৌসুমের রঞ্জি ট্রফি শেষ করেছিলেন তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে। তার ৪১ উইকেট রঞ্জি ট্রফিতে হায়দারবাদকে তুলেছিল নকআউট পর্বে। ঘরোয়া লিগের এই পারফরম্যান্সে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলগুলোর নজর কেড়েছিলেন তিনি। শেষ পর্যন্ত ২.৬ কোটি রুপিতে যোগ দেন সানরাইজার্স হায়দরাবাদে। এবার জাতীয় দলেও সুযোগ হয়ে গেল তার।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া নেহরাকে বিদায় জানাতে দিল্লির প্রথম টি-টোয়েন্টিতে দলে রেখেছে ভারতীয় নির্বাচকরা। 

ভারতের টি-টোয়েন্টি দল:

রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), মনিশ পান্ডে, দিনেশ কার্তিক, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, জুজভেন্দ্র চাহাল, জসপ্রিৎ বোমরাহ, ভুবনেশ্বর কুমার, আশিষ নেহরা*, মোহাম্মদ সিরাজ।

* আশিষ নেহরা শুধু প্রথম টি-টোয়েন্টির জন্য।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ