ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাসিরের ৭ চার ও ৬ ছক্কায় ১৩৪


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৭, ২০১৭, ০২:২১ পিএম আপডেট: মে ২৭, ২০১৭, ০৮:২১ এএম
নাসিরের ৭ চার ও ৬ ছক্কায় ১৩৪

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শেষে চ্যাম্পিয়নস ট্রফি মিশনে ইংল্যান্ডে চলে যায় বাংলাদেশ দল। মূল স্কোয়াডে না থাকায় দেশে ফিরে আসেন নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে একাদশে ফেরা নাসির হোসেন। ফিরেই গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন পরীক্ষিত এ ব্যাটিং অলরাউন্ডার। খেলেন ১৩৪ রানের অসাধারণ এক ইনিংস।

গত ২৪ মে কিউইদের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচ জিতে র‌্যাংকিংয়ের ছয়ে উঠে আসে টিম বাংলাদেশ। ওই ম্যাচ দিয়ে দীর্ঘ সাত মাসের অপক্ষোর পর দলে ফেরেন নাসির। ব্যাটিংয়ে নামতে হয়নি। তার আগেই অবিচ্ছিন্ন জুটিতে পাঁচ উইকেটের জয় নিশ্চিত করেন মুশফিক-মাহমুদউল্লাহ। মাশরাফির করা ইনিংসের প্রথম ওভারে সহজ ক্যাচ মিস করলেও বল হাতে সেটি পুষিয়ে দেন নাসির! ৯ ওভারে ৪৭ রানের বিনিময়ে দু’টি উইকেট তুলে নেন।

চ্যাম্পিয়নস ট্রফিতে চারজনের স্ট্যান্ডবাই তালিকায় আছেন নাসির। কেউ ইনজুরিতে পড়লেই ডাক পড়তে পারে। দেশে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্বে অসাধারণ সেঞ্চুরিতে নির্বাচকদের নজর কেড়েছেন।

ফতুল্লায় শনিবারের (২৭ মে) ম্যাচটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শেখ জামাল অধিনায়ক রাজিন সালেহ। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে নির্ধারিত ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৫০ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় গাজী।

অধিনায়ক নাসিরকে আউট করতে পারেননি জামালের বোলাররা। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে ১১৩ বলে ১৩৪ রানের চোখ ধাঁধানো ইনিংস উপহার দেন ২৫ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান। তাতে ছিল ৭টি চার ও ৬টি ছক্কার মার। এবারের আসরের নাসিরের এটি দ্বিতীয় সেঞ্চুরি।

দলকে বড় সংগ্রহ এনে দিতে নাসিরের পাশাপাশি ব্যাট হাতে অবদান রাখেন মুমিনুল হক ও ভারতের গুরকিরাত সিং। মুমিনুল ৬৬ ও গুরকিরাতের ব্যাট থেকে আসে ৭৪। জিয়াউর রহমান ও ইলিয়াস সানি দু’টি করে আর বাকি উইকেটটি নেন সোহাগ গাজী।

সুপার লিগে (সুপার সিক্স) দু’দলের সামনেই প্রথম ম্যাচ হারের পর ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ১২ দলের লিগ পর্ব শেষ করে নাসির-মুমিনুলের গাজী গ্রুপ ক্রিকেটার্স।

 

গো নিউজ২৪/জা আ 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ