ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ধোনিদের বিপক্ষে বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৯, ২০১৭, ০৯:৪৮ এএম
ধোনিদের বিপক্ষে বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ

ভারতীয় ক্রিকেটের দুই মহারথী ধোনি-কোহলি মুখোমুখি আজ।  একদিকে বিরাট কোহলি দাঁড়িয়ে আছেন বিদায়ের দরজায়, অপরদিকে মহেন্দ্র সিংহ ধোনি এখনও লড়াই করে যাচ্ছেন। কিন্তু আজ হেরে গেলে পুণে সুপারজায়ান্টেরও প্লে-অফে ওঠা কঠিন হয়ে যাবে।

কোহলি এখনও ইতিবাচক ভাবেই পুরো ব্যাপারটা দেখছেন। বৃহস্পতিবার গুজরাত লায়ন্সের কাছে ম্যাচ হেরেও বলেছেন, ‘‘আমরা ক্লিনিক্যাল ক্রিকেট খেলতে পারছি না। এই হারগুলো হজম করা কঠিন। আমাদের আরও ভাল খেলতে হবে। মাঠে আরও লড়াকু মনোভাব দেখাতে হবে।’’

বেন স্টোকসের সুস্থতা। আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে পারেননি এই ইংরেজ অলরাউন্ডার। কাঁধে চোট থাকায়। স্টোকস এখনও পুরোপুরি সুস্থ হয়েছেন কি না, তা নিয়ে কোনও খবর নেই। বরং ব্রিটিশ মিডিয়া বলছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নাকি অনিশ্চিত স্টোকস। 

স্টোকস না খেলতে পারলে কিন্তু পুণের প্লে অফে ওঠার লড়াই অনেকটাই ধাক্কা খাবে। অন্য দিকে, সম্মানরক্ষার লড়াইয়ে কোহলি তাকিয়ে আছেন তাঁর ব্যাটসম্যানদের দিকেই। বলেছেন, আমাদের ব্যাটসম্যানদের বড় রান তুলতেই হবে। আমরা নিজেদের ওপর বাড়তি চাপ তৈরি করতে চাই না। ইতিবাচক মনোভাব নিয়েই মাঠে নামব।

ধোনি-কোহলি লড়াইয়ের পাশাপাশি আজকেরর অন্য ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স খেলতে নামবে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে। গুজরাতের এখনও সামান্য আশা আছে প্লে-অফে যাওয়ার। কিন্তু আজ হেরে গেলে সেই আশাও মিলিয়ে যাবে। অপ্রতিরোধ্য মুম্বইকে সুরেশ রায়নারা থামাতে পারেন কি না, সেটাই দেখার।

দেখে নিন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (সম্ভাব্য) একাদশ-

বেঙ্গালুরু সম্ভাব্য একাদশ:  ক্রিস গেইল, বিরাট কোহলি (অধিনায়ক), ট্র্যাভিস হেড/ এবি ডি ভিলিয়ার্স, কেদার জাদভ, মানদীপ সিং/ হারপ্রীত সিং, স্টুয়ার্ট বিনি, শেন ওয়াটসন/ স্যামুয়েল বাদ্রি, পবন নেগি, অ্যাডাম মিলনে/ বিলি স্ট্যানলেক, এস অরবিন্দ,  জুভেন্দ্র চাহাল।

 

 

গো নিউজ২৪/এএইচ

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ