ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় দিনের মতো অচল কুমিল্লা বিশ্ববিদ্যালয়


গো নিউজ২৪ | জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৭, ২০১৭, ০২:২৮ পিএম আপডেট: আগস্ট ১৭, ২০১৭, ০৮:২৮ এএম
দ্বিতীয় দিনের মতো অচল কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা: ছাত্র আন্দোলনের মুখে দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবারও অচল হয়ে আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।

জাতীয় শোক দিবসে এক শিক্ষকের ক্লাস নেওয়ার অভিযোগে বুধবার সকাল থেকে কুবি প্রশাসনিক ও সকল একাডেমীক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ ছাত্ররা। ওই শিক্ষকের বহিষ্কার দাবি করে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে কুবি শাখা ছাত্রলীগ।
 
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শোক দিবসে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা চলছিল প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে। এ সময় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ জানতে পারেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মাহবুবুল হক ভূঁইয়া ক্লাস নিচ্ছেন।

শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা তখন ওই ক্লাসে যান। পরে তারা গণযোগাযোগ ও সংবাদিকতা বিভাগের সভাপতির বহিষ্কার দাবি করে ক্যাম্পাসে বিক্ষোভ করে প্রশাসনিক ভবনের তালা লাগিয়ে দেয়।

ক্লাস নিয়ে ওই শিক্ষক শোক দিবসকে অবমাননা করেছেন এমন অভিযোগে তাকে বহিষ্কার করার দাবি করে ২৪ ঘণ্টা সময়সীমা বেধে দিয়ে উপাচার্যকে একটি স্মারকলিপি দেয় শাখা ছাত্রলীগ।

তবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ক্লাস চলাকালীন ওই ব্যাচের শিক্ষার্থীরা জানান, এটা ক্লাস ছিল না। তাদের সেমিস্টার পরীক্ষা চলমান এবং অনেক আগেই পরীক্ষার জন্য সেমিস্টারের ক্লাস বাতিল করা হয়েছে। তারা পরীক্ষা সংক্রান্ত একটি বিষয় না বুঝায় ওই শিক্ষককে অনুরোধ করলে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলেন। এসময় তারা ৪৮ জন ছাত্রের মধ্যে মাত্র ১৪ জন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিভাগের শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়া বলেন, ‘আমি ক্লাস নিচ্ছিলাম না। পরীক্ষার জন্য ওই ব্যাচের ক্লাস বহু আগেই বাতিল করা হয়েছে। আমি ক্যাম্পাসে অন্যায়-অবিচার নিয়ে কথা বলায় আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র হচ্ছে।’

কুবি শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘আমরা তাকে ক্লাসে পেয়েছি। তিনি শোক দিবসে ক্লাস নিয়ে ধৃষ্টতা দেখিয়েছেন।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ বলেন, ‘আমি একটা অভিযোগ পেয়েছি। যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।’

গো নিউজ২৪/এমবি

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল