ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

দূর্দান্ত নেইমার, যা করলেন সব জোড়া জোড়া!


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০১৭, ০৯:২৬ এএম
দূর্দান্ত নেইমার, যা করলেন সব জোড়া জোড়া!

জোড়া গোল করলেন নেইমার। করালেনও দুটি। ব্রাজিলের এই ফরোয়ার্ডের নৈপুণ্যে ফরাসি লিগে রেনকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। লিলের বিপক্ষে আগের ম্যাচে খেলা হয়নি। রেনেঁর বিপক্ষে নেমে তাই যেন পাওনাটা বুঝে দিলেন সুদে-আসলেই! নেইমার এদিন যা করলেন সব জোড়া জোড়া! জোড়া গোল, জোড়া গোল করানো।

শনিবার রাতে লিগ ওয়ানে পিএসজির জয়ে বাকি দুটি গোল আক্রমণভাগের অন্য দুই তারকা এদিনসন কাভানি ও কিলিয়ান এমবাপের।

রেনেঁর মাঠে নড়েচড়ে বসার আগেই স্বাগতিকদের কাঁপিয়ে দিয়েছেন নেইমার। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটে কাইলিয়ান এমবাপের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর স্বাগতিক গোলরক্ষককে বোকা বানিয়ে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড।

সপ্তদশ মিনিটে বাঁ দিক থেকে ডান পায়ের বাইরের অংশের টোকায় বল পাঠান ডি-বক্সে। অরক্ষিত অবস্থায় থাকা এমবাপে সহজেই বল পাঠান জালে।

বিরতির আগে গোলের দুটো সুযোগ পেয়েছিলেন আক্রমণভাগের তৃতীয় সদস্য কাভানি। ৪১তম মিনিটে মার্কারকে ফাঁকি দিয়ে এমবাপে বল বাড়িয়েছিলেন। তবে কাভানির প্রচেষ্টা মিলিতভাবে ফিরিয়ে দেন গোলরক্ষক তমাস কুবেক ও হামারি ত্রাওরে।

দুই মিনিট পর দুই ডিফেন্ডারকে কাটিয়ে বল বাড়িয়েছিলেন নেইমার। তবে ডি-বক্সের ভেতর থেকে উরুগুয়ের স্ট্রাইকারের কোনাকুনি শট ফিরিয়ে দেন কুবেক।

দ্বিতীয়ার্ধেও দারুণ শুরু করে পিএসজি। ৪৯তম মিনিটে নেইমারের বাকানো শট ঝাঁপিয়ে ফিরিয়ে ব্যবধান বাড়াতে দেননি কুবেক।

তবে ৫৩তম মিনিটে ব্যবধান কমিয়ে ফেলে স্বাগতিকরা। কর্নার থেকে মর্গান  আমালফিতানোর হেড গোলরক্ষক ফেরালেও ফিরতি বল পেয়ে জালে পাঠান মুবেলে।
১০ মিনিট পরই নেইমারকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বহিষ্কৃত হন বেনজামিন আন্দ্রে। চাপে পড়ে যায় লড়াইয়ে ফেরা রেন।

৭৫তম মিনিটে নেইমারের কাছ থেকে বল পেয়ে আগুয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে লবে জালে পাঠান কাভানি। এ মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতার এটি ১৮তম গোল। পরের মিনিটেই ব্যবধান আরও বাড়িয়ে দেন নেইমার। এমবাপের কাছ থেকে বল পেয়ে ফাঁকা জালে নিজের দ্বিতীয় গোলটি করেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

লিগে এ মৌসুমে ব্রাজিলের তারকা ফরোয়ার্ডের গোল হলো ১১টি।

গো নিউজ২৪/এবি

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ