ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দলে দুই পরিবর্তন, খেলবেন মাশরাফি


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৭, ১০:১৭ এএম
দলে দুই পরিবর্তন, খেলবেন মাশরাফি

দীর্ঘদিন পর জাতীয় লিগে সাদা পোশাকে ফিরেছেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।  নিজেদের প্রথম ম্যাচ ইতোমধ্যে খেলেছেন তিনি। শোনা যাচ্ছে, দ্বিতীয় ম্যাচেও দেখা যাবে তাকে।  লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে আগামী শুক্রবার থেকে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে খেলবে স্বাগতিক খুলনা বিভাগ ও বরিশাল বিভাগ।

এ ম্যাচের জন্য খুলনা বিভাগীয় দলে দু’টি পরিবর্তন এসেছে। দলের সাথে যোগ দিচ্ছেন বিসিবির হাই পারফরমেন্স দলের মেহেদী হাসান ও স্পিনার মঈনুল ইসলাম সোহেল। সম্প্রতি তারা হাই পারফরম্যান্স দলের হয়ে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন।

অনূর্ধ্ব-১৯ ক্যাম্পে যোগ দেয়ার জন্য দল থেকে চলে যাচ্ছেন আফিফ হোসেন ধ্রুব। এছাড়া বাদ পড়েছেন অমিত মজুমদার।  প্রথম রাউন্ডে খুলনার হয়ে খেলেছিলেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সাড়ে তিন বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে ফেরা মাশরাফি খুলনার হয়ে দ্বিতীয় রাউন্ডেও খেলবেন।

একদিন বিরতি দিয়ে বুধবার ফের অনুশীলনে নামছে খুলনা বিভাগ। বেলা ৩টায় শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন শুরু হবে। ম্যাচে অংশ নিতে বরিশাল বিভাগের ক্রিকেটাররা খুলনায় পৌঁছালেও আজ অনুশীলন করবে না।

খুলনায় প্রথম রাউন্ডে স্বাগতিক দলের প্রতিপক্ষ ছিল রংপুর বিভাগ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি ড্র হয়। খুলনার হয়ে এনামুল হক বিজয় ডাবল সেঞ্চুরি ও রবিউল ইসলাম সেঞ্চুরি করেন। মাঠে ফিরে মাশরাফি বিন মুর্তজা দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট নিয়েছেন।

খুলনা বিভাগের ১৪ জনের দল: রবিউল ইসলাম রবি, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, মোঃ মিথুন, তুষার ইমরান, নুরুল হাসান সোহান, জিয়াউর রহমান জনি (সহ অধিনায়ক), মাশরাফি বিন মুর্তজা, খান আব্দুর রাজ্জাক (অধিনায়ক), আল আমিন হোসেন, মঈনুল ইসলাম সোহেল, মাহমুদুল হক সেতু, আশিকুজ্জামান ও মোসাদ্দেক ইফতেখার রাহি।
গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ