ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তৃতীয় ওয়ানডের আগে বড়সড় যে দুঃসংবাদ পেল বাংলাদেশ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: অক্টোবর ২০, ২০১৭, ০৫:১৯ পিএম আপডেট: অক্টোবর ২০, ২০১৭, ১১:১৯ এএম
তৃতীয় ওয়ানডের আগে বড়সড় যে দুঃসংবাদ পেল বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই ওয়ানডে হেরে বেশ কোণঠাসা সফরকারি বাংলাদেশ দল। আগামী রোববার স্বাগতীকদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে মাশরাফী বাহিনী। আর তৃতীয় ওয়ানডের আগে ফের দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে।

ইনজুরি থেকে ফেরার লড়াইয়ে থাকা তামিম ইকবালকে নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এ ম্যাচেও। আজ শুক্রবার প্রধান নির্বাচক মিনহাজুল হক নান্নু তামিমের বিষয়টি নিশ্চিত করেছেন।

বোর্ডের দাবি, প্রথম ম্যাচে ইনজুরির কারণে খেলেননি তামিম। যদিও বাতাসে গুঞ্জন ছিল কোচরে সঙ্গে ঝামেলায় জড়িয়ে মাঠে নামা হয়নি তামিমের। এরপর দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে ২৫ বলে ২৩ করে প্রিটোরিয়ার্সের বলে এলবির ফাঁদে পড়েন।

বাংলাদেশ এই সফরে ইনজুরিতে বেশ ভুগছে। ইতিমধ্যে গোটা সফর থেকে ছিটকে গেছেন পেসার মোস্তাফিজুর রহমান। ওয়ানডে সিরিজ শেষ হলে মাশরাফির সঙ্গে দেশে ফিরে আসবেন তিনি। তার বিকল্প হিসেবে ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন শফিউল ইসলাম। টি-টুয়েন্টিতে মাঠে নামতে পারেন।

বাংলাদেশ টেস্টে দুই ম্যাচ হারার পর ওয়ানডেতেও একই অবস্থা। টানা দুটিতে হেরে ইতিমধ্যে সিরিজ হারিয়েছে তারা। শেষ ম্যাচে সাউথ আফ্রিকা কিছুটা পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারে। হাশিম আমলাকে ইতিমধ্যে বিশ্রাম দেয়া হয়েছে।

কিন্তু র‌্যাঙ্কিংয়ের কথা বিবেচনা করে শেষ ম্যাচেও সিরিয়াস থাকবে দলটি। শুক্রবার ঘোষিত ওডিআই র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে তারা। এই পজিশন ধরে রাখতে হলে শেষ ওডিআইতে বাংলাদেশকে হারাতে হবে। না হলে ভারত আবার এক নম্বরে উঠে যাবে।

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ