ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তারকা ফুটবলার ছাড়াই আর্জেন্টিনার ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৭, ০৫:৩৫ পিএম আপডেট: অক্টোবর ২১, ২০১৭, ১১:৩৭ এএম
তারকা ফুটবলার ছাড়াই আর্জেন্টিনার ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা

ইতোমধ্যে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সেখানে প্রত্যাখ্যাত ছিলেন জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েন। তবে ফের প্রত্যাখ্যাত হলেন তিনি।  বিশ্বকাপকে সামনে রেখে আগামী মাসে রাশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে লিওনেল মেসিরা। সেই দুই ম্যাচতে ঘিরে ঘোষিত দলে রাখা হয়নি তাকে।

তবে কোচ জর্জ সাম্পাওলির ঘোষিত দলে হিগুয়েন বাদ পড়লেও ডাক পেয়েছেন ম্যান সিটি তারকা সার্জিও আগুয়েরো। চলতি বছরের জুনে আর্জেন্টিনা দলের দায়িত্ব নেয়ার পর হিগুয়েনকে বিবেচনা করেননি সাম্পাওলি। এ পর্যন্ত জাতীয় দলের হয়ে হিগুয়েন ৬৯ ম্যাচে ৩২টি গোল করেছেন। ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিপক্ষে ১-০ গোলের পরাজয়ের ম্যাচটিতে হিগুয়েন মূল একাদশে ছিলেন। এত কিছুর পরও কোচের মন জোগাতে পারেননি তিনি।

এদিকে হিগুয়েনের ভবিষ্যৎ নিয়ে সাম্পওলি বরেছেন, 'রাশিয়া বিশ্বকাপে হিগুয়েন আদৌ যাবে কিনা সেটা নিয়ে আমরা এখন ভাবনা চিন্তা করছি। ' তার মানে হিগুয়েনের জাতীয় দলের ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে দ্রুতই?

কিন্তু সিটির হয়ে চলতি মৌসুমে দারুণ ফর্মে রয়েছেন আগুয়েরো। ৬ ম্যাচে এ পর্যন্ত করেছেন ৬ গোল। পায়ের ইনজুরির কারণে বিশ্বকাপের শেষ দুটি বাছাই পর্বের ম্যাচে পেরু ও ইকুয়েডরের বিপক্ষে তিনি অনুপস্থিত ছিলেন। সাম্পাওলি ইঙ্গিত দিয়েছেন মেসি ও জুভেন্তাস স্ট্রাইকার পাওলো দিবালা একসঙ্গে খেলতে নামবেন। দিবালা এখনো দলের হয়ে কোনো গোল পাননি। শেষ দুটি ম্যাচে তাকে বদলি বেঞ্চে থাকতে হয়েছে।

আগামী ১০ নভেম্বর বিশ্বকাপের স্বাগতিক রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে মস্কো সফরে যাচ্ছে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। এরপর আরেকটি দলের সাথে সেখানে মুখোমুখি হবে, দলটির নাম এখনো চূড়ান্ত হয়নি। 

আর্জেন্টিনার স্কোয়াড:
গোলরক্ষক: রোমেরো, নাহুয়েল গুজম্যান, মার্চেসিন
ডিফেন্ডার: ফ্যাজিও, প্যাজেল্লা, মাসচেরানো, ওতামেন্দি, মার্কেদো
মিডফিল্ডার: অ্যাকুনা, ডি মারিয়া, বিগলিয়া, প্যারেডস, বানেগা, গোমেজ, সালভিও, রিগোনি, প্যারোট্টি,গোমেজ ও কার্ণিভিট্টের।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, মাওরো ইকার্দি, পাওলো দিবালা
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ