ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাবি ফিন্যান্স অ্যালামনাই এসোসিয়েশনের অধীনে লিয়াজোঁ কমিটি গঠন


গো নিউজ২৪ প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৭, ১১:৫২ এএম আপডেট: নভেম্বর ২৩, ২০১৭, ০৭:৩৬ এএম
ঢাবি ফিন্যান্স অ্যালামনাই এসোসিয়েশনের অধীনে লিয়াজোঁ কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের অধীনে সকল ব্যাচের প্রতিনিধীদের নিয়ে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। এই লিয়াজোঁ কমিটি ফিন্যান্স অ্যালামনাই এসোসিয়েশনের বিভিন্ন কর্মকান্ডে নিজ নিজ ব্যাচের পক্ষ থেকে সহযোগীতা প্রদান করবে।

আজ বুধবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে রাজধানীর ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে অনুষ্ঠিত ফিন্যান্স অ্যালামনাই এসোসিয়েশনের এক সভাতে এই লিয়াজোঁ কমিটি গঠন করা হয়। এ সময় ফিন্যান্স অ্যালামনাই এসোসিয়েশনের সদস্যরা এবং বিভিন্ন ব্যাচের প্রতিনিধি লিয়াজোঁ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ফিন্যান্স অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি প্রফেসর মোহাম্মদ আব্দুল মোমেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এম. কিসমাতুল আহসান, ফিন্যান্স অ্যালামনাই এসোসিয়েশনের সহ-সভাপতি হোসেন মাহমুদ, প্রফেসর ড. মাহমুদ ওসমান ইমাম, মীর আখতার উদ্দিন দুলাল, সাধারন সম্পাদক আজিজ আহমেদ ভূঁইয়া রুজভেল্ট, কোষাদক্ষ মোসাদ্দেক হোসেন, যুগ্ম-সম্পাদক মাহবুবুল হক তাল্লু, ইস্তাকমাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক ফেরদৌসুর রহমান বাপ্পি, প্রফেশনাল ডেভলপমেন্ট সেক্রেটারী পল্লবী সিদ্দিকা, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মোহাম্মদ মুসা, প্রকাশনা সম্পাদক কাজি মাহমুদুর রহমান, প্রফেসর ড. মাহবুব উদ্দিন চৌধুরী, নাজিম আফসিন চৌধুরী, এম জাকির হোসেন, মোহাম্মদ আশফাকুর রহমান প্রমুখ।

 

লিয়াজোঁ কমিটির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিন্যান্স অ্যালামনাই এসোসিয়েশনের আজকের সভা  

 

ফিন্যান্স অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি প্রফেসর মোহাম্মদ আব্দুল মোমেন তাঁর বক্তব্যে এই এসোসিয়েশনকে আরো শক্তশালী করার লক্ষ্যে এর সদস্য সংখ্যা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। আগামী ডিসেম্বর মাস পর্যন্ত এই লক্ষ্যে লিয়াজোঁ কমিটির সদস্যদের সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অনুরোধ করেন। বিশেষ করে এসোসিয়েশনের লাইফ মেম্বার বাড়ানোর প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়। এছাড়াও আগামী ২০১৮ সালের ফেব্রুয়ারীর ১০ তারিখ একটি পুনর্মিলনী অনুষ্ঠান হওয়ার কথাও তিনি জানান। 

আলোচ্য সভায় একটি উপদেষ্টা পরিষদ গঠন নিয়ে আলোচনা করা হয়। তাছাড়া মেম্বার বাড়ানোর পদ্ধতি কি ভাবে সহজ করা যায় তা নিয়ে সদস্যরা বিভিন্ন বক্তব্য প্রদান করেন। উল্লেখ্য, ফিন্যান্স অ্যালামনাই এসোসিয়েশনের লাইফ মেম্বার ফি এককালীন ১০,০০০ টাকা এবং সাধারন মেম্বার ফি প্রতি বছরের জন্য ১,০০০ টাকা করে। 

বিভিন্ন ব্যাচের সদস্য হিসাবে যাদেরকে লিয়াজোঁ কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের তালিকা দেয়া হলঃ

ক্রমিক

লিয়াজোঁ কমিটির সদস্যদের  নাম

১)

মোঃ শহীদুল হক (৮০-৮১ ব্যাচ)

২)

শহীদুল ইসলাম (৮১-৮২ ব্যাচ)

৩)

মোঃ হাফিজুর রহমান (৮৩-৮৪ ব্যাচ)

৪)

মোঃ নাফিসুর রহমান (৮৪-৮৫ ব্যাচ)

৫)

শামীম আরা খানম (৮৭-৮৮ ব্যাচ)

৬)

মাহমুদুল বারী (৮৮-৮৯ ব্যাচ)

৭)

মুহাম্মদ শহীদুজ্জামান (৯০-৯১ ব্যাচ)

৮)

মোহাম্মদ সালাউদ্দিন হাজারী (৯১-৯২ ব্যাচ)

৯)

জাকির (৯২-৯৩ ব্যাচ)

১০)

মোহাম্মদ আনোয়ার আফজাল (৯৩-৯৪ ব্যাচ)

১১)

বোরহান উদ্দীন (বিবিএ ১ম ব্যাচ)

১২)

কাজী আবিদুল হক (বিবিএ ২য় ব্যাচ)

১৩)

এবিএম আকরাম হোসেন (বিবিএ ৩য় ব্যাচ)

১৪)

মোহাম্মদ হাফিজ উদ্দিন (বিবিএ ৪র্থ ব্যাচ)

১৫)

ইমরান পারভেজ (বিবিএ ৫ম ব্যাচ)

১৬)

নুর ইলাহী মোল্লা (বিবিএ ৬ষ্ঠ ব্যাচ)

১৭)

সাজ্জাদ হোসেন চৌধুরী (বিবিএ ৭ম ব্যাচ)

১৮)

মির মোহাম্মদ ফখরুল ইসলাম (বিবিএ ৮ম ব্যাচ)

১৯)

মাভিন আহমেদ (বিবিএ ৯ম ব্যাচ)

২০)

জুয়াইরিয়া হক (বিবিএ ১০ম ব্যাচ)

২১)

মোহাম্মদ নাজমুস সাকিব (বিবিএ ১১তম ব্যাচ)

২২)

মোঃ সানোয়ার খান (বিবিএ ১২তম ব্যাচ)

২৩)

মোঃ জুনায়েদ আহমেদ (বিবিএ ১৩তম ব্যাচ)

২৪)

এ.জেড.এম রেজাউল ইসলাম (বিবিএ ১৪তম ব্যাচ)

২৫)

মোহাম্মদ নায়েম উদ্দিন (বিবিএ ১৫তম ব্যাচ)

২৬)

আইনুল বাশার অমিত (বিবিএ ১৬তম ব্যাচ)

২৭)

মোঃ শাহপরান শ্রাবন (বিবিএ ১৭তম ব্যাচ)

 

গো-নিউজ২৪/বিএস

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল