ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকার বিপক্ষে মাশরাফীর রংপুরের জয়ের আসল রহস্য


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক ‍‍ প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৭, ০৬:৪৫ পিএম
ঢাকার বিপক্ষে মাশরাফীর রংপুরের জয়ের আসল রহস্য

ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য শেষ ওভারে তখন ১৩ রানের প্রয়োজন। টি-টোয়েন্টির হিসেবে অসম্ভব কিছুই নয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রংপুর ও ঢাকার মধ্যকার ম্যাচের এমন পরিস্থিতিতে রংপুর রাইডার্সের কি পরিকল্পনা ছিল, যার প্রতিফলনেই এমন অবিশ্বাস্য জয় পেল? উত্তর পাওয়া গেল রংপুর রাউডার্সের গুরুত্বপূর্ণ সদস্য রোবি বোপারার কাছে।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে ইংল্যান্ড ক্রিকেটার বোপারা বলেন, ‘জিতে ভালো লাগছে। আমাদের সামনে কোনো বিকল্প পথ ছিল না। সবাই মিলে একটাই সিদ্ধান্ত নেয়া হয়েছিল, যতটা সম্ভব ইয়র্কার লেন্থে বল ফেলার। 

 

 

থিসারা পেরেরা সে কাজটিই অসম্ভব দক্ষতার সাথে করে দেখিয়েছেন। দারুণ বল করেছে পেরেরা।’মাত্র ১৪৩ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান- শহীদ আফ্রিদিরা। এর মধ্যে রংপুরের বোলাররা অতিরিক্ত খাতে রান দিয়েছেন ১৯। এরমধ্যে ১২টিই ছিল ওয়াইড। এমন খরুচে বোলিংয়ের পরও এই ম্যাচে জয় পাওয়া নির্দ্বিধায় অসাধারণ কিছু অভিজ্ঞতা মানছেন বোপারা।

তিনি বলেন, ‘আমরা ২০ ওভারের ম্যাচে প্রায় তিন ওভার অতিরিক্ত বল করেছি। এক কথায় ২৩ ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে ঢাকা। যা বিরল ঘটনা প্রায়। এমন প্রতিদিন ঘটবে না। তারপরও আমরা জিতে গেছি। সেটাই বড় কথা। তবে এভাবে জেতা যাবে না বা জেতা যায় না।’

গো নিউজ ২৪/ একে 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ