ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টেস্ট-ওয়ানডে-টি টোয়েন্টি, ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে সেরা পাঁচে কারা?


গো নিউজ২৪ | সোহরাব মাহাদী, স্পোর্টস করেসপন্ডেন্ট প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৭, ০২:১২ পিএম আপডেট: আগস্ট ১৮, ২০১৭, ০২:২৩ পিএম
টেস্ট-ওয়ানডে-টি টোয়েন্টি, ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে সেরা পাঁচে কারা?

দুর্দান্ত খেলা আর নান্দনিক শটে ব্যাটসম্যানরা সব সময় চায় নিজেকে সেরা প্রমাণ করতে। এ সেরা প্রমাণে শুধু র‌্যাঙ্কিংই নয় সুযোগ করে দেয় সেরা একাদশে। তাই তো সব সময় নিজেকে প্রমান করতে ব্যস্ত থাকে বিশ্বের সেরা সেরা ব্যাটসম্যানরা।  

গো নিউজ২৪ এর পাঠকদের জন্য আজ তুলে ধরা হলো র‌্যাঙ্কিংয়ে সেরা পাঁচে থাকা ব্যাটসম্যানদের তালিকা:

টেস্টে র‌্যাঙ্কিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান:
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ প্রকাশিত টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ স্থান দখল করে রেখেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। আর ওয়ানডে ও টি-টোয়েন্টি দুটোই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির দখলে।

৯৪১ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট তালিকায় শীর্ষে থাকা অজি অধিনায়ক খেলেছেন এখন পর্যন্ত ৫৪ টস্টে। ৬১.০৪ এভারেজ ৫২৫১ রান সংগ্রহ করেছেন তিনি। ২০ শতক ও অর্ধশতকে এক ইনিংসে তার সর্বোচ্চ সংগ্রহ ২১৫ রান। স্মিথের পরেই ৮৯১ পয়েন্ট নিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ইংলিশ ব্যাটসম্যান জো রুট। 

৮৮০, ৮৭৬ ও ৮০৬ পয়েন্টে তালিকার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে যথায়ক্রমে আছেন নিউজিল্যান্ডের কে উইলিয়ামসন, ভারতের চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি। টেস্টে সেরা ২০ ব্যাটসম্যানের মধ্যে ১৬ নাম্বারে একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।


ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান:
টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্য পঞ্চম স্থানে আছেন ভারতীয় অধিনায়ক। তবে ওয়ানডেতে শীর্ষ স্থানটা তার দখলে। ৮৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষা থাকা এ  ব্যাটসম্যান এখন পর্যন্ত খেলেছেন ১৮৯ টি একদিনের আন্তর্জাতিম ম্যাচ। ৫৪.৮৬ এভারেজ নিয়ে খেলা এ ব্যাটসম্যান নিজের নামের পাশে যোগ করেছেন ৮২৫৭ রান। ২৮ শতক ও ৪৩ অর্ধশতকে  একদিনের আন্তর্জাতিম ম্যাচে কোহলির সর্বোচ্চ সংগ্রহ ১৮৩ রান।

এ তালিকায় ৮৬১ পয়েন্ট দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। ৮৪৭ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তারপরে যথায়ক্রমে ইংল্যান্ডের জো রুট ৭৯৯ নিয়ে চতুর্থ  ও পাকিস্তানের তরুণ ব্যাটসম্যান বাবর আজম আছেন ৭৮৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে। 

একদিনের আন্তর্জাতিক ম্যাচ সেরা ২০ ব্যাটসম্যানের তালিকায় ৬৮৭ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে অবস্থান করছেন বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।


টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান:
ওয়ানডের মতো টি-টোয়েন্টি ক্রিকেটেও সেরা ব্যাটসম্যান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। টি-টোয়েন্টিতে কোহলির সংগ্রহ ৮০৪ পয়েন্ট। এখানে তার আশে পাশে নেউ কেউ। এ পর্যন্ত ৪৯ ম্যাচ খেলা ভারতীয় অধিনায়কের সংগ্রহ ১৭৪৯ রান। যার মধ্যে রয়েছে ১৬টি অর্ধশতক। 

কোহলির পর সেরা পাঁচে আছেন অস্টেলিয়ার অ্যারন ফিঞ্চ ৭৮৭, কিউই অধিনায়ক কে উইলিয়ামসন ৭৪৫,  ওয়েস্ট ইন্ডিজের ইভিন লুইস ৭২৩ ও অস্ট্রেলিয়ার  গ্লেন ম্যাক্সওয়েল ৭১৮। 

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সেরা ২০ ব্যাটসম্যানের তালিকায় ১১ নাম্বারে অবস্থান করছেন তরুণ টাইগার সাব্বির রহমান। তার সংগ্রহে আছে ৬২৭ পয়েন্ট। সাব্বির এখন পর্যন্ত ৩১ টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ৭২১ রান। যার মধ্যে আছে তিনটি অর্ধশত, ৬৮ চার ও ২০ ছয়।

গো নিউজ২৪/এসএম/এস বি 
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ