ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টেস্ট, ওয়ানডে, টি-২০: নতুন র‌্যাঙ্কিংয়ে কোন দল কোথায়


গো নিউজ২৪ | সোহরাব মাহাদী, স্পোর্টস করেসপন্ডেন্ট: প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৭, ১২:৩০ পিএম
টেস্ট, ওয়ানডে, টি-২০: নতুন র‌্যাঙ্কিংয়ে কোন দল কোথায়

ক্রিকেট! বর্তমান সময়ে অন্যতম জনপ্রিয় খেলা। ধরা যায় ফুটবলের পরই জনপ্রিয়তা ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্তমানে সদস্য দেশের সংখ্যা ১২টি। সব শেষ সদস্য হিসেবে যুক্ত হয়েছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

তিন ফরমেটের ক্রিকেটে সব সময় চলে প্রতিযোগীতা। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সব ফরমেটেই নিজেদের শ্রেষ্টত্ব প্রমাণে ব্যস্ত দল গুলো। র্শীষ দল ঠিক করতে আইসিসি করেছে র্যাঙ্কিং ব্যবস্থা।

গো নিউজের পাঠকদের জন্য আসিসির সর্বশেষ প্রকাশিত সব ফরমেটের সেরা ১০ থাকা দল গুলোর তালিকা তুলে ধরা হল।

টেস্ট: টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা ১২টি হলেও নতুন সদস্য পদ প্রাপ্ত দল আফগানিস্তান ও আয়ারল্যান্ড এখন পর্যন্ত কোন টেস্ট ম্যাচ খেলার সুযোগ পায়নি। তাই বাকি ১০ দল নিয়ে আইসিসি নির্বাচন করেছে সেরা ১০।  টেস্টের সবশেষ র্যাঙ্কিং প্রকাশ করা হয় গত ১০ অক্টোবর। চলুন দেখেনি কোন কোন দেশ কোথায় অবস্থান করছে:

১) ভারত, (শেষ ৩৬ ম্যাচে রেটিং পয়েন্ট ৪৪৯৩) পয়েন্ট ১২৫।

২) দক্ষিণ আফ্রিকা, (শেষ ৩৪ ম্যাচে রেটিং পয়েন্ট ৩৭৬৭) পয়েন্ট ১১১।

৩) ইংল্যান্ড, (শেষ ৪৩ ম্যাচে রেটিং পয়েন্ট ৪৪৯৭) পয়েন্ট ১০৫।

৪) নিউজিল্যান্ড, (শেষ ৩২ ম্যাচে রেটিং পয়েন্ট ৩১১৪) পয়েন্ট ৯৭।

৫) অস্ট্রেলিয়া, (শেষ ৩৪ ম্যাচে রেটিং পয়েন্ট ৩২৯৪) পয়েন্ট ৯৭।

৬) শ্রীলঙ্কা, (শেষ ৩৯ ম্যাচে রেটিং পয়েন্ট ৩৬৫৮) পয়েন্ট ৯৪।

৭) পাকিস্তান, (শেষ ৩৪ ম্যাচে রেটিং পয়েন্ট ২৯৮৮) পয়েন্ট ৮৮।

৮) ওয়েস্ট ইন্ডিজ, (শেষ ৩০ ম্যাচে রেটিং পয়েন্ট ২২৬০) পয়েন্ট ৭৫।

৯) বাংলাদেশ, (শেষ ২৩ ম্যাচে রেটিং পয়েন্ট ১৬৫১) পয়েন্ট ৭২।

১০) জিম্বাবুয়ে, (শেষ ১০ ম্যাচে রেটিং পয়েন্ট ০) পয়েন্ট ০।

ওডিআই: গতকাল শুক্রবার (২০ অক্টোবর) সবশেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। প্রকাশিত সে র্যাঙ্কিংয়ে বেশ রদবদল হয়ে। চলুন জেনেনি ওয়ানডে র্যাঙ্কিংয়ে কোন দল কোথায় অবস্থান করছে:

১) দক্ষিণ আফ্রিকা, (শেষ ৫২ ম্যাচে রেটিং পয়েন্ট ৬২৪৪) পয়েন্ট ১২০।

২)  ভারত, (শেষ ৫০ ম্যাচে রেটিং পয়েন্ট ৫৯৯৩) পয়েন্ট ১২০।

৩) অস্ট্রেলিয়া, (শেষ ৫২ ম্যাচে রেটিং পয়েন্ট ৫৯৪৮) পয়েন্ট ১১৪।

৪) ইংল্যান্ড, (শেষ ৫৪ ম্যাচে রেটিং পয়েন্ট ৬১৫৬) পয়েন্ট ১১৪।

৫) নিউজিল্যান্ড, (শেষ ৪৬ ম্যাচে রেটিং পয়েন্ট ৫১২৩) পয়েন্ট ১১১।

৬) পাকিস্তান, (শেষ ৪৫ ম্যাচে রেটিং পয়েন্ট ৪৪২৬) পয়েন্ট ৯৮।

৭) বাংলাদেশ, (শেষ ৩৩ ম্যাচে রেটিং পয়েন্ট ৩০৪৪) পয়েন্ট ৯২।

৮) শ্রীলঙ্কা, (শেষ ৬৩ ম্যাচে রেটিং পয়েন্ট ৫২৭৪) পয়েন্ট ৮৪।

৯) ওয়েস্ট ইন্ডিজ, (শেষ ৪০ ম্যাচে রেটিং পয়েন্ট ৩০৭৭) পয়েন্ট ৭৭।

১০) আফগানস্তিান, (শেষ ৩০ ম্যাচে রেটিং পয়েন্ট ১৬১৮) পয়েন্ট ৫৪।


টি-টোয়েন্টি: ক্রিকেটের ক্ষুদ্র এ ফরমেটে সবশেষ র্যাঙ্কিং প্রকাশ করে হয়েছে গত ১০অক্টোবর। চলুন জেনেনি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে কোন দল কোথায় অবস্থান করছে:

১) নিউজিল্যান্ড, (শেষ ১৩ ম্যাচে রেটিং পয়েন্ট ১৬২৫) পয়েন্ট ১২৫।

২) পাকিস্তান, (শেষ ২০ ম্যাচে রেটিং পয়েন্ট ২৪১৭) পয়েন্ট ১২১।

৩) ওয়েস্ট ইন্ডিজ, (শেষ ২০ ম্যাচে রেটিং পয়েন্ট ২৩৯৫) পয়েন্ট ১২০।

৪) ইংল্যান্ড, (শেষ ১৭ ম্যাচে রেটিং পয়েন্ট ২০২৯) পয়েন্ট ১১৯।

৫)  ভারত, (শেষ ২০ ম্যাচে রেটিং পয়েন্ট ২৫৪৫) পয়েন্ট ১১৬।

৬) অস্ট্রেলিয়া, (শেষ ১৫ ম্যাচে রেটিং পয়েন্ট ১৬৬৫) পয়েন্ট ১১১।

৭) দক্ষিণ আফ্রিকা, (শেষ ১৮ ম্যাচে রেটিং পয়েন্ট ১৯৮৩) পয়েন্ট ১১০।

৮) শ্রীলঙ্কা, (শেষ ২১ ম্যাচে রেটিং পয়েন্ট ১৯৬১) পয়েন্ট ৯৩।

৯) আফগানস্তিান, (শেষ ২৫ ম্যাচে রেটিং পয়েন্ট ২১৫৭) পয়েন্ট ৮৬।

১০) বাংলাদেশ, (শেষ ১৫ ম্যাচে রেটিং পয়েন্ট ১১৬৮) পয়েন্ট ৭৮।

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ