ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জয় পেতে ২টি কাজ করবেন মাশরাফি


গো নিউজ২৪ | আরিফুর রাজু প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০১৭, ০৩:৫৫ পিএম আপডেট: ডিসেম্বর ১০, ২০১৭, ০৯:৫৬ এএম
জয় পেতে ২টি কাজ করবেন মাশরাফি

হয়তো মাশরাফি বলেই অসম্ভব হয় সম্ভব।  দল খাদেন কিনারায় থেকেও দল পায় জয়।  যা ইতোমধ্যে দেখেছে ক্রিকেটবিশ্ব। চলতি বিপিএলে বেশ কয়েকটি ম্যাচ শেষ ওভারে জিতেছে রংপুর রাইডার্স।  আজ তাদের সামনে কঠিন পরীক্ষা। দ্বিতীয় কোয়ালিফায়ারিং ম্যাচে হোম অব ক্রিকেট মিরপুর স্টেডিয়ামে কুমিল্লার বিপক্ষে লড়বেন মাশরাফিরা।  ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে দেশীয় চ্যানেল গাজী ও মাছরাঙা টিভি।

চলতি বিপিএলে দুইবারের মুখোমুখিতে দু’বারই হেরেছে রংপুর।  ২০তম ম্যাচে মুখোমুখিতে ১৯ রানে জয় লাভ করে কুমিল্লা। অন্যদিকে ৩৫তম ম্যাচেও একই ঘটনা। উইকেট ব্যবধানে জয় লাভ করে তামিম বাহিনী।  তাই বলাই যেতে পারে আজকের ম্যাচটিতে বেশ চাপে থাকবে রংপুর।

আজকের ম্যাচটিতে জয় পেতে দুটি কাজ করবেন রংপুরের অধিনায়ক মাশরাফি।  প্রথম সোহাগ গাজীকে বসিয়ে দলের ব্যালেন্স রক্ষার্থে জিয়াকে ঢুকাতে পারেন তিনি। তারপর মালিঙ্গার পরিবর্তে দলে নিতে পারেন উদানাকে। যদিও শেষ ম্যাচে খুলনার বিপক্ষে দুই উইকেট পেয়েছেন শ্রীলঙ্কার এই পেসার।  কিন্তু খরুচে বোলিংয়ে (৪ ওভারে ৪৯ রান) সবার কড়া দৃষ্টিতে তিনি।  তাই মালিঙ্গা মাঠের বাইরে গেলেও আর্শ্চয হওয়ার মতো কিছুই থাকবে না।

আর দ্বিতীয়টি হচ্ছে খুলনা ও চিটাগংয়ের বিপক্ষে রংপুরের ম্যাচের ন্যায় টপঅর্ডারে পরিবর্তন আনতে পারেন মাশরাফি। তার এই ছোট টোটকায় দুইবারই সাফল্যের দেখা পেয়েছে রংপুর। চিটাগংয়ের বিপক্ষে ম্যাচটিতে ওয়ান ডাউনে নেমে ৪২ রানের দারুন ইনিংস খেলেছিলেন মাশরাফি। অন্যদিকে খুলনার বিপক্ষে গাজীকে নামিয়েছিলেন। কিন্তু নিজের ভুলে কাটা পড়েন জাতীয় দলের এই অলরাউন্ডার।  সেক্ষেত্রে ক্রিস গেইলের সঙ্গে জিয়াকে ওপেনিং করিয়ে ওয়ানডাইনে নেমে যেতে পারেন দলপতি ম্যাশ।  অথবা ব্রেন্ডন ম্যাককালামকে খেলাতে পারেন ওয়ান ডাউনে।

টম মুডির সঙ্গে মাশরাফি। সারছেন গুরুত্বপূর্ণ আলাপ।

এদিকে চলতি বিপিএলে টপঅর্ডারে ভালোই সাফল রংপুর রাইডার্স। ক্রিস গেইল-ব্রেন্ডন ম্যাককালাম-মিঠুন-বোপারাদের নিয়ে মজবুত দলটির ব্যাটিং লাইনআফ। লক্ষ্যনীয় যে, প্রতিটি ম্যাচে টপঅর্ডারের রক্ষক হিসেবে জ্বলে ওঠেন দলটির যে কোন ব্যাটসম্যান।  সর্বশেষ ম্যাচে ক্রিস গেইলের তাণ্ডব তো দেখল গোটা ক্রিকেট বিশ্ব।  এলিমিনেটর ম্যাচে খুলনা টাইটান্সের বোলারদের নাকানি-চুবানি খাইয়ে ক্যারিয়ারের ১৯তম টি-টোয়েন্টি সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্রিস গেইল।  এদিন ১৪ টি ছক্কার উপহার দেন ক্যারিবীয়ান রাজপুত্র। 

যদিও ব্রেন্ডন ম্যাককালাম নিজেকে চেনাতে পুরোদমে ব্যর্থ। সর্বশেষ ম্যাচে খুলনার বিপক্ষে ব্যাট হাতে মাঠে নামলেন আর উঠলেন নিউজিল্যান্ডের এই মারকুটে ব্যাটসম্যান।  সর্বশেষ তিন ম্যাচে ১৫,১ ও ০ করে রান তুলেছেন তিনি।  তবে দেশীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ঠিকই ধারাবাহিক সাফল্য ধরে রেখেছেন।  এছাড়া মিডল অর্ডারে নামা রবি বোপারা তো আছেনই নিজের সেরাটুকু বিলিয়ে দেয়ার জন্য। চলতি বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান (৩৬৫ রান) সংগ্রহকারী ইংল্যান্ডের এই অলরাউন্ডার।

রংপুরের সম্ভাব্য একাদশ: ক্রিস গেইল, জিয়াউর রহমান, ব্রেন্ডন ম্যাককালাম, মোহাম্মদ মিঠুন, রবি বোপারা, নাহিদুল ইসলাম, মাশরাফী বিন মর্তোজা,  চালর্স, নাজমুল ইসলাম, লাসিথ মালিঙ্গা, রুবেল হোসেন।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ