ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চ্যাম্পিয়ান্স ট্রফি নিয়ে উদ্বিগ্ন গোটা ক্রিকেট বিশ্ব


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৪, ২০১৭, ১২:০৩ পিএম
চ্যাম্পিয়ান্স ট্রফি নিয়ে উদ্বিগ্ন গোটা ক্রিকেট বিশ্ব

আগামী ১ জুন থেকে বার্মিংহাম, লন্ডন ও কার্ডিফে অনুষ্ঠিত হবে আট জাতির আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি; আর ৩ জুন কার্ডিফে হবে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল। ক্রিকেট ও ফুটবলের বৈশ্বিক এবং মহাদেশীয় এই দুই বড় আয়োজনকে কেন্দ্র করে ক্রীড়াবিশ্বে এখন নিরাপত্তা ইস্যুই উচ্চারিত হচ্ছে বারবার। সোমবার যুক্তরাজ্য সময় রাত সাড়ে ১০টায় সন্ত্রাসী হামলা হয়েছে ম্যানচেস্টারের ইনডোর স্টেডিয়ামে। এতে প্রাণ হারিয়েছেন ২২ জন, আহতের সংখ্যা অর্ধশতাধিক।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর মাত্র এক সপ্তাহ আগে এ হামলার ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে ক্রিকেট বিশ্বে। বর্তমান চ্যাম্পিয়ন ভারত এরই মধ্যে আয়োজক আইসিসিকে নিজেদের নিরাপত্তা-শঙ্কার কথা জানিয়ে চিঠি লিখেছে। মর্যাদার দিক থেকে ক্রিকেট বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ টুর্নামেন্ট বলে বিবেচিত এই আসরের নিরাপত্তা প্রসঙ্গ বাড়তি গুরুত্ব দিয়ে ভাবছে আইসিসিও। 

ক্রিকেটের অভিভাবক সংস্থাটি গতকাল এক বিবৃতিতে অংশগ্রহণকারীদের অভয় দিয়ে জানিয়েছে, 'আমাদের প্রস্তুতির সর্বাগ্রে এবং মূল কেন্দ্রে আছে নিরাপত্তা পরিস্থিতি। সবার জন্য নিরাপদ একটি টুর্নামেন্ট নিশ্চিত করতে সম্ভাব্য সব কার্যকরী উদ্যোগ ও সার্বক্ষণিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার মধ্যে রয়েছি আমরা।' 

চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে যুক্ত সব পক্ষকে (ক্রিকেট বোর্ড, আয়োজক, স্থানীয় নিরাপত্তায় নিয়োজিত কর্তৃপক্ষ) সঙ্গে নিয়ে বিকেলে একটি টেলিকনফারেন্সও আয়োজন করে আইসিসি। সেখানেও সবাইকে চ্যাম্পিয়ন্স ট্রফির নির্বিঘ্ন আয়োজন নিয়ে আশ্বস্ত করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই আশ্বাসে ভরসা রাখছে। বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী গতকাল জানান, 'আইসিসি ও আয়োজকদের প্রতি আমাদের পুরোপুরি আস্থা আছে। আশা করি বর্তমান প্রেক্ষাপটে তারা এমন নিরাপত্তা ব্যবস্থা নেবে, যাতে দলগুলো স্বস্তিতে অংশ নিতে পারে।' 
 
১ জুন থেকে শুরু হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি চলবে ১৮ জুন পর্যন্ত। আটটি দেশের অংশগ্রহণে এই আয়োজনের পর্দা উঠবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে। যার ভেন্যু লন্ডনের দ্য ওভাল। 'এ' গ্রুপের অন্য দুটি ম্যাচে বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে। এর মধ্যে ৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিও দ্য ওভালে; আর বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ ৯ জুন কার্ডিফে। মূল লড়াইয়ে নামার আগে পাকিস্তান ও ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে মাশরাফিদের। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি (২৭ মে) বার্মিংহামের এজবাস্টনে, আর ভারতের ম্যাচটি (৩০ মে) লন্ডনের কেনিংটন ওভালে। 

ম্যানচেস্টার হামলার পরিপ্রেক্ষিতে ক্রিকেটের মতো উদ্বেগ আছে ফুটবলেও। আজই ইউরোপ মহাদেশের ক্লাব ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ আসর ইউরোপা লীগের ফাইনাল। তবে ম্যানইউ-আয়াক্সের এ ম্যাচটি অনুষ্ঠিত হবে সুইডেনের স্টকহোমে। দেশ ভিন্ন হলেও ম্যানচেস্টার হামলার জের ধরে ইউরোপা লীগের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্ক উয়েফা। এক বিবৃতিতে তারা দর্শকদের আশ্বস্ত করেছে, নিরাপত্তা জোরদার করা নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে তাদের কথা হয়েছে। উয়েফা অবশ্য ৩ জুন কার্ডিফের জুভেন্তাস-রিয়াল মাদ্রিদের মধ্যকার চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল নিয়ে কোনো মন্তব্য করেনি। ম্যানচেস্টার অ্যারেনায় হামলার ঘটনায় নিজেদের উদ্বেগ ও সংশয় এবং নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছে ফুটবল বিশ্ব। 

এ হামলা নিয়ে উদ্বিগ্ন ভারত।  ভারতীয় ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত সেক্রেটারি অমিতাভ চৌধুরী বলেন, ‘ভারতীয় দলের নিরাপত্তার বিষয়ে প্রাধান্য দিচ্ছি আমরা। খেলোয়াড়দের হোটেল, খেলার মাঠে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে আশা করছি। এ ছাড়া সার্বক্ষণিকভাবে নিরাপত্তা পর্যবেক্ষণ করব আমরা।’

দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার মোহাম্মেদ মোসাজি বলেছেন, ‘আমাদের মধ্যে সত্যিই উদ্বেগ আছে। খেলোয়াড়রা সাচ্ছন্দে থাকতে পারছেন না। এই ব্যাপার নিয়ে খাবার টেবিলেও অনেক আলোচনা হয়েছে।’

তবে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও ইংল্যান্ড ছাড়ার বিষয়টি এখনো চিন্তা করছে না দক্ষিণ আফ্রিকা। মোসাজি বলেছেন, ‘আমাদের সঙ্গে সব সময়ই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও তাদের নিরাপত্তা ব্যবস্থাপকের কথা হচ্ছে। আমাদের বাড়তি নিরাপত্তা নেওয়ার সব কথাবার্তাও সম্পন্ন হয়েছে। স্টেডিয়ামে অনুশীলনের সময়, হোটেলে পুলিশের উপস্থিতি বাড়ানো হবে বলে জানানো হয়েছে আমাদের।’

গো নিউজ২৪/এনএফ

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ