ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই বড় ধাক্কা কোহলি শিবিরে!


গো নিউজ২৪ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: মে ২৫, ২০১৭, ০৬:৪৫ পিএম
চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই বড় ধাক্কা কোহলি শিবিরে!

কয়েকদিন পরই শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই। তার আগেই ভালো ফলাফলের জন্য দিশেহারা হয়ে পড়েছে ভারত ক্রিকেট বোর্ড। খবর রটেছে, অনিল কুম্বলের উপরে অসন্তুষ্ট দেশটির বোর্ড। কুম্বলে জাতীয় দলের কোচ হিসেবে এখন দায়িত্ব পালন করছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষেই কুম্বলের মেয়াদ শেষ হচ্ছে। নয়া কোচের জন্য আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বোর্ড। 

কিন্তু এখনও তো চ্যাম্পিয়ন্স ট্রফি শেষই হয়নি! তার আগেই কেন ভারতীয় বোর্ড বিরাট কোহলিদের হেডস্যারের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল— তা নিয়ে উঠেছে প্রশ্ন। 

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ভিতর থেকে যে খবর চুঁইয়ে আসছে তাতে জানা গিয়েছে, বোর্ড কুম্বলের উপরে বিরক্ত। কারণ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে ক্রিকেটারদের বেতন বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন কুম্বলে ও কোহলি। আইপিএল ফাইনালের আগে ভিডিও কনফারেন্সে ক্রিকেটারদের ১৫০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি জানিয়েছিলেন ভারত অধিনায়ক ও জাতীয় দলের কোচ। 

বিরাটদের দাবি যদি মেনে নেওয়া হয়, তাহলে এবার থেকে ‘এ’ গ্রেডে থাকা ক্রিকেটাররা প্রতি বছর ২ কোটির পরিবর্তে পাবেন ৫ কোটি টাকা৷ খবরের ভিতরকার খবর বলছে, কুম্বলের ভূমিকা ভাল চোখে দেখেনি বোর্ড। তাই দ্রুততার সঙ্গে নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে ।

বিসিসিআই-এর ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরী জানান, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলেই কুম্বলের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে৷ ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ বাছতে ৩১ মে পর্যন্ত ই মেল-এর মাধ্যমে আবেদন নেওয়া হবে৷ এর পরে সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্ণণের কমিটি সাক্ষাৎকারের মাধ্যমে কোচ নির্বাচন করবে।’ উল্লেখ্য, আবেদনগ্রহণের ক্ষেত্রে কুম্বলেকে সরাসরি এন্ট্রি দেওয়া হবে। কিন্তু দেওয়াললিখন স্পষ্ট। ভারতের অন্যতম সেরা ম্যাচ উইনারের ভূমিকায় মোটেও খুশি নয় বোর্ড।
গো নিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ