ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনিংয়ে ভারতের নতুন চমক


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৩, ২০১৭, ১০:৩৬ এএম
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনিংয়ে ভারতের নতুন চমক

আইপিএলে তিনি চার নম্বরে ব্যাট করেছেন। আবার আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর ওপর ভারতের ইনিংস ওপেন করার দায়িত্ব পড়তে পারে। রোহিত শর্মা মনে করেন, এতে তাঁর কোনও সমস্যা হবে না। মুম্বাই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করার পরের দিন, রোহিত সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘আন্তর্জাতিক ক্রিকেট আর আইপিএলের মধ্যে অনেক ফারাক। আইপিএল শুরুর আগেই বলেছিলাম, মুম্বাইয়ের মিডল অর্ডার শক্তিশালী করতে আমি চার নম্বরে ব্যাট করব। লোকে এখন কেন আইপিএলের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির তুলনা করছে, বুঝতে পারছি না।’’

আইপিএলে মিডল অর্ডারে নেমে ১৭ ম্যাচে ৩৩৩ রান করেছেন রোহিত। কিন্তু এখন প্রশ্ন উঠছে, ইংল্যান্ডে গিয়ে ওপেন করতে তিনি সমস্যায় পড়বেন না তো? মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন এ ব্যাপারে রীতিমতো আত্মবিশ্বাসী, ‘‘গত দশ বছর ধরে এই ব্যাপারটা ঘটছে। আইপিএল খেলে উঠে ক্রিকেটাররা কখনও টেস্ট ম্যাচ, কখনও ওয়ান ডে খেলতে নামে। আমার মনে হয় না এই বয়সে মানিয়ে নিতে কোনও সমস্যা হবে। আমাকে শুধু নিজের মানসিকতাটা বদলাতে হবে।’’

রোহিত মনে করছেন, আইপিএল জয়ের আত্মবিশ্বাস এবং দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজে আসবে। একই সঙ্গে তিনি মনে করিয়ে দিচ্ছেন, পরের বছর নতুন করে নিলাম হলেও তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েই খেলতে চান। এই নিয়ে মুম্বাই তিন বার আইপিএল চ্যাম্পিয়ন হল। কোনটা সেরা, জানতে চাইলে রোহিত বলেন, ‘‘আলাদা করে কোনও একটা ট্রফি চিহ্নিত করতে চাই না আমি। শুধু বলতে চাই, এ বারের ফাইনালটা আমার জীবনের অন্যতম সেরা টি-টোয়েন্টি ম্যাচ।’’ 

গো নিউজ ২৪
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ