ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চালক ঘুমে, ট্রাকটি চালাচ্ছিলেন হেলপার


গো নিউজ২৪ | জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ২৪, ২০১৭, ১২:৩৬ পিএম
চালক ঘুমে, ট্রাকটি চালাচ্ছিলেন হেলপার

রংপুরের পীরগঞ্জে শনিবার সকালে যে ট্রাকটি উল্টে ১৬ জন নিহত হয়েছেন সেটি চালাচ্ছিলেন চালকের সহকারী (হেলপার)। তখন ট্রাকচালক ঘুমাচ্ছিলেন বলে অভিযোগ করেছেন দুর্ঘটনায় আহত যাত্রীরা। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। 

বড়দরগাঁ হাইওয়ে পুলিশ জানায়, হতাহতদের বাড়ি লালমনিরহাট জেলার কালীগঞ্জ ও আদিতমারী উপজেলায়। নিহতদের অধিকাংশই গার্মেন্টস শ্রমিক। ঈদের ছুটিতে তারা বাড়ি যাচ্ছিলেন।

নিহতদের মধ্যে ১৫ জনের নাম জানা গেছে। তারা হলেন- রবিউল ইসলাম, নাসিদা আক্তার, আজিজুল ইসলাম, আলমগীর হোসেন, দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন, আনিছুজ্জামান, সুর্পণা, কোহিনুর ইসলাম, শহিদুল ইসলাম, মজনু মিয়া, সাদ্দাম হোসেন, মুনির হোসেন, রফিকুল ইসলাম ও খলিল মিয়া। তারা বাসের টিকিট না পেয়ে সিমেন্টবাহী ট্রাকে করে বাড়ি যাচ্ছিলেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, সিমেন্টবোঝই ট্রাক ৩০ জনের মতো যাত্রী নিয়ে ঢাকা থেকে লালমনিরহাটে যাচ্ছিল। পীরগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। আহত হন কমপক্ষে ১৪ জন।

আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক আরো ৬ জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ৭ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত যাত্রীদের অভিযোগ, ট্রাকটি চালকের সহকারী চালাচ্ছিলেন। তখন ট্রাকচালক পাশের সিটে ঘুমাচ্ছিলেন। ট্রাকটি রংপুরের পীরগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে এ হতাহতের ঘটনা ঘটে।

রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সুলতান রেজা খান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট হতাহতদের উদ্ধার করে। লাশগুলো পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে।

গো নিউজ২৪

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা