ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চাঁদাবাজ রানা হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০১৭, ০৩:৪৭ পিএম আপডেট: ডিসেম্বর ১২, ২০১৭, ০৯:৪৭ এএম
চাঁদাবাজ রানা হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড

ঢাকা: রাজধানীর ডেমরায় রানা (২৬) নামে এক যুবককে হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।  

এছাড়া এ মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে তাদের আরও এক বছর কারাভোগ করতে হবে।

মঙ্গলবার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সর্দার এ রায় দেন।  এ মামলার সব আসামি পলাতক রয়েছে।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. মাসুম, আল আমিন ওরফে আলম, শফিকুল ইসলাম ওরফে রবিন ও মো. জাহাঙ্গীর হোসেন। যাবজ্জীবন প্রাপ্তরা হলেন- মো. বাবলা এবং মনির হোসেন।

আদালত সূত্রে জানা যায়, নিহত রানা এবং দণ্ডপ্রাপ্ত আসামিরা যাত্রাবাড়ি এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং চাঁদাবাজ। এদের দলনেতা মনির। এলাকায় তার জেনারেটরের ব্যবসা ছিল। রানা ছিলেন মনিরের সহযোগী। যাত্রাবাড়িসহ কয়েকটি বাজারে মনিরের পক্ষে চাঁদার টাকা তুলতেন রানা।

ঘটনার আগে মনির কারাগারে ছিলেন। কারাগার থেকে বের হয়ে চাঁদার টাকার ভাগ চাইলে রানা তা দিতে অস্বীকার করেন। এর জের ধরে ২০০৯ সালের ১০ জানুয়ারি গলা কেটে রানাকে হত্যা করে লাশ ডেমরার শূন্য টেংরা গ্রামের একটি জমিতে ফেলে দেওয়া হয়।

গোনিউজ/এমবি

আইন-আদালত বিভাগের আরো খবর
জামিন পেলেন মামুনুল হক

জামিন পেলেন মামুনুল হক

৫ মিনিটের মধ্যেই জামিন পেলেন ড. ইউনূস

৫ মিনিটের মধ্যেই জামিন পেলেন ড. ইউনূস

নোবেলজয়ী  ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

নোবেলজয়ী ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

‘খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না’

‘খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না’

দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হাইকোর্ট

দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হাইকোর্ট

ভাইস চেয়ারম্যানসহ ১৫ বিএনপি নেতার চার বছরের কারাদণ্ড

ভাইস চেয়ারম্যানসহ ১৫ বিএনপি নেতার চার বছরের কারাদণ্ড