ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঘরে বসে ইন্টারনেটে জাদুঘর ঘুরে দেখার সুযোগ


গো নিউজ২৪ | ডেস্ক রির্পোট প্রকাশিত: এপ্রিল ২৬, ২০১৭, ০২:০৫ পিএম আপডেট: এপ্রিল ২৬, ২০১৭, ০৮:০৮ এএম
ঘরে বসে ইন্টারনেটে জাদুঘর ঘুরে দেখার সুযোগ

চালু হলো জাতীয় জাদুঘরের ভার্চ্যুয়াল গ্যালারি । স্ক্রিনশটে যেন মূল ফটকে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘরের হলুদ ভবনটার দিকে তাকিয়ে আছে কেউ। এরপর সরাসরি জাদুঘরের লবি, ওপরে ওঠার সিঁড়ি। ডানে-বাঁয়েও দেখা যাবে। নির্দেশনা মেনে একের পর এক কক্ষের ইতিহাস-ঐতিহ্য ঘুরেফিরে দেখার সুযোগ আছে। আর যদি নির্দিষ্ট কক্ষের কোনো নিদর্শন দেখতে চান, তবে এত ঘোরাফেরা এড়িয়ে মানচিত্র দেখে সরাসরি সে কক্ষেও যাওয়া যায়।
এই হলো বাংলাদেশ জাতীয় জাদুঘরের ‘ভার্চ্যুয়াল গ্যালারি’। অন্যভাবে বললে, ঘরে বসে ইন্টারনেটে জাদুঘর ঘুরে দেখার সুযোগ।

গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এই ভার্চ্যুয়াল গ্যালারি উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এই ভার্চ্যুয়াল গ্যালারি অনন্য ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর তাঁর বক্তব্যে আশা ব্যক্ত করেন, বর্তমান সরকার এই ভার্চ্যুয়াল গ্যালারি সম্প্রসারণে ও বাংলাদেশের অন্যান্য জাদুঘরের জন্য ভার্চ্যুয়াল গ্যালারি তৈরিতে অর্থ বরাদ্দ করবে।
এ সময় উপস্থিত ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার এবং জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। বাংলাদেশ জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি শিল্পী হাশেম খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে জানানো হয়, শুধু অফিস চলাকালেই স্থায়ী গ্যালারির প্রদর্শনী দেখা যায়। অন্যদিকে এই জাদুঘরের অবস্থান রাজধানী ঢাকায় হওয়ায় দেশের অন্য প্রান্তের মানুষেরা তা দেখতে পারছে না। ভার্চ্যুয়াল গ্যালারিতে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে জাদুঘরের ৩৬টি গ্যালারির ৩ হাজারের বেশি নিদর্শন দেখার সুযোগ থাকছে।
বাংলাদেশ জাদুঘরের ওয়েবসাইট থেকে ভার্চ্যুয়াল গ্যালারি দেখা যাবে (bangladeshmuseum.gov.bd/vt)। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের জাতীয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীন বাংলাদেশ জাতীয় জাদুঘরের উদ্যোগে এই গ্যালারি তৈরি করা হয়েছে। কারিগরি সহায়তা করেছে ইউএনডিপি ও ইউএসএআইডি।

 

গো নিউজ২৪

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর
বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক