ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ২ বৈশাখ ১৪৩১

গুজরাটের বিপক্ষে বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৭, ২০১৭, ০৯:৫৪ এএম
গুজরাটের বিপক্ষে বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ

আইপিএলে আজকের একমাত্র খেলায় মুখোমুখি হচ্ছে গুজরাট লায়নস ও রয়েল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু। আট ম্যাচের ২টিতে জিতে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে আছে রয়েল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু অপরদিকে সাত ম্যাচের ২ টিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আটে আছে গুজরাট লায়নস।

এদিকে, এবারের আইপিএল থেকে ছিটকে পড়ার শঙ্কায় ভুগছে রয়েল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু। মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচটিতে জিতে ঘুরে দাঁড়াতে চেয়েছিলো কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু, বৃষ্টিতে ভেসে গেছে ম্যাচটি। তাই শেষ চারে (প্লে-অফ) ওঠাই তাদের কঠিন হয়ে পড়েছে।

এর আগে, কলকাতার সঙ্গে খেলে কুড়িয়েছে আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড। প্রথম আট ম্যাচে বেঙ্গালুরুর জয় মাত্র দুটি। আট দলের মধ্যে তাদের অবস্থান এখন ছয় নম্বরে, পয়েন্ট ৫। লিগ পর্বে বাকি আছে আর ছয়টি ম্যাচ। শেষ চারে উঠতে হলে প্রতিটা ম্যাচই জিততে হবে কোহলি, গেইল, ডি ভিলিয়ার্সদের।

বাকি ছয় ম্যাচ জিতলে বেঙ্গালুরুর পয়েন্ট হবে ১৭। আইপিএলের আগের নয় আসরে ১৬-এর কম পয়েন্ট নিয়ে দলের শেষ চারে ওঠার ঘটনা আছে মাত্র চারটি। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, কোহলিদের প্লে-অফে ওঠা কতটা ঝুঁকির মধ্যে পড়েছে!

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় খেলাটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স, সনি ইএসপিএন ও চ্যানেল নাইন।

দেখে নিন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (সম্ভাব্য) একাদশ-

বেঙ্গালুরু সম্ভাব্য একাদশ:  ক্রিস গেইল, বিরাট কোহলি (অধিনায়ক), ট্র্যাভিস হেড/ এবি ডি ভিলিয়ার্স, কেদার জাদভ, মানদীপ সিং/ হারপ্রীত সিং, স্টুয়ার্ট বিনি, শেন ওয়াটসন/ স্যামুয়েল বাদ্রি, পবন নেগি, অ্যাডাম মিলনে/ বিলি স্ট্যানলেক, এস অরবিন্দ,  জুভেন্দ্র চাহাল।

 


গো নিউজ২৪/এএইচ

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ