ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কয়েক ঘন্টা পরই জানা যাবে কে হচ্ছেন ফিফার বর্ষসেরা


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৭, ০৪:৫২ পিএম আপডেট: অক্টোবর ২৩, ২০১৭, ১০:৫২ এএম
কয়েক ঘন্টা পরই জানা যাবে কে হচ্ছেন ফিফার বর্ষসেরা

আর মাত্র ছয় ঘন্টা পরই জানা যাবে, কে হচ্ছেন ফিফার বর্ষসেরা।  এ তালিকায় সবার উপরে থাকা মেসি-নেমার কিংবা ক্রিস্টিয়ানো যে কারো হাতে উঠতে পারে এই পুরস্কার। ঐতিহ্যবাহী লন্ডন প্যালাডিয়ামে জমকালো অনুষ্ঠানে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

সোমবার (২৪ অক্টোবর) রাত ১২টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি শুরু হবে। যা চলবে ভোর ৪টা পর্যন্ত।

গতবার ফিফার বর্ষসেরা দৌড়ে ছিলেন মেসি-রোনালদো ও অ্যাতলেটিকো মাদ্রিদের ফ্রেঞ্চ স্ট্রাইকার অ্যান্তোনিও গ্রিজম্যান।  তবে মেসি-গ্রিজম্যানকে পেছনে ফেলে জয়েল হাসি হাসেন রোনালদো।  সেবার শেষ হাসি হেসেছিলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা রোনালদো। এবার চূড়ান্ত তিনের তালিকায় তার সঙ্গে রয়েছেন মেসি ও নেইমার।

গত বছর ফ্রান্সের ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’ এর সঙ্গে ছ’বছরের সম্পর্ক ভেঙে ফেলার পর ফিফা এককভাবে বর্ষসেরা ফুটবলার নির্ধারণের দায়িত্ব নেয়। তবে আগের ‘ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার’ নাম পরিবর্তন করে ‘দ্য বেস্ট ফিফা মেন’স প্লেয়ার’ নামকরণ করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আর মূল অনুষ্ঠানের নাম ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ দেওয়া হয়। 

গত নয় বছর বর্ষসেরা ফুটবলারের পুরস্কার মেসি ও রোনালদো ছাড়া জিততে পারেননি আর কেউ। বার্সেলোনা ও আর্জেন্টাইন তারকা পাঁচবার ও রোনালদো চারবার জিতেছেন।

এবার ‘বেস্ট ফিফা মেন’স প্লেয়ার’ জিতলে সবচেয়ে বেশিবার বর্ষসেরা হওয়া মেসির রেকর্ড স্পর্শ করবেন সিআর সেভেন। বছর জুড়ে অসাধারণ সাফল্যের সৌজন্যে এবার তার বিজয়ী ঘোষিত হওয়ার সম্ভাবনা বেশ জোরালো। ক্লাবের হয়ে গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং লা লিগা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রোনালদোর। 

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে নক-আউট পর্বে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি নক-আউট পর্বে টানা দু’টি ম্যাচে হ্যাটট্রিকের কীর্তি রয়েছে রোনালদোর। ইউরোপ সেরা এই প্রতিযোগিতার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১০০ গোলের 
মাইলফলকও স্পর্শ করেন পর্তুগালের অধিনায়ক। গতবার ফাইনালে দু’টিসহ চ্যাম্পিয়নস লিগে সর্বাধিক ১২টি গোল করেন তিনি। 

ব্যক্তিগতভাবে গত মৌসুমটা ভালোই কেটেছে মেসির। ক্লাব ফুটবল ক্যারিয়ারে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। কাতালন ক্লাবটির পক্ষে সর্বাধিক গোলদাতা ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। রোনালদোর নিকটতম প্রতিদ্বন্দ্বী মেসির ২০১৬-১৭ মৌসুমে একমাত্র সাফল্য কোপা দেল’রে।
পরিসংখ্যানের বিচারে মেসি-রোনালদোর মতো নেইমারের রেকর্ড সেরকম উজ্জ্বল না হলেও বার্সেলোনার হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে তার পারফরম্যান্স ছিল চমৎকার। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির কাছে ৪-০ গোলে হারের পর ফিরতি পর্বে বার্সার ৬-১ গোলের রোমাঞ্চকর জয়ের নায়ক ছিলেন তিনি। সেই ম্যাচের শেষ দিকে দুই গোল করার পাশাপাশি শেষ মুহূর্তে সার্জিও রবার্তোকে দিয়ে গোল করান ব্রাজিলিয়ান এই তারকা। সম্প্রতি রেকর্ড ট্রান্সফার ফি’তে পিএসজিতে যোগ দিয়েও দারুণ খেলছেন তিনি।
গোনিউজ২৪/এআর

সংবাদপত্রের পাতা থেকে বিভাগের আরো খবর
ব্যাংকে জমানো আমানত কমে যাচ্ছে

ব্যাংকে জমানো আমানত কমে যাচ্ছে

কারা হবে বিরোধী দল, লাঙ্গল না স্বতন্ত্র?

কারা হবে বিরোধী দল, লাঙ্গল না স্বতন্ত্র?

বিভিন্ন ছাড়ে ব্যাংক খাতের আসল চিত্র আড়ালের সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

বিভিন্ন ছাড়ে ব্যাংক খাতের আসল চিত্র আড়ালের সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

পাসপোর্ট এনআইডিসহ ১৯ কাজের অতি প্রয়োজনীয় জন্মসনদ এখন ‘সোনার হরিণ’

পাসপোর্ট এনআইডিসহ ১৯ কাজের অতি প্রয়োজনীয় জন্মসনদ এখন ‘সোনার হরিণ’

সবচেয়ে খারাপ অবস্থায় যে ব্যাংক

সবচেয়ে খারাপ অবস্থায় যে ব্যাংক

প্রশাসনের শীর্ষ পদে পদোন্নতিপ্রত্যাশীদের হতাশা বাড়ছে

প্রশাসনের শীর্ষ পদে পদোন্নতিপ্রত্যাশীদের হতাশা বাড়ছে