ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কোহলির সঙ্গে আর আলোচনা করবেন না শচীন-সৌরভ-লক্ষ্মণ!


গো নিউজ২৪ প্রকাশিত: জুন ২২, ২০১৭, ১০:৫৮ পিএম
কোহলির সঙ্গে আর আলোচনা করবেন না শচীন-সৌরভ-লক্ষ্মণ!

অনিল কুম্বলে কোচের পদ থেকে পদত্যাগ করার পর থেকেই চাপের মুখে আছেন অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় সমর্থকরা সমালোচনার হুল তো ফোটাচ্ছেনই, কোহলির উপর চাপ বাড়ছে ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকেও। তবে কোহলির উপর সবচেয়ে বড় চাপটা বুঝি আসছে ভারতের ক্রিকেট পরামর্শক কমিটির (সিএসি) পক্ষ থেকেই।

ভারতীয় গণমাধ্যমের খবর, পরবর্তী কোচ নিয়োগ নিয়ে অধিনায়ক কোহলির সঙ্গে নাকি কোনো রকম আলোচনা করতে রাজি নন পরামর্শক কমিটির তিন সদস্য শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষ্মণ। বিসিসিআইও নিশ্চিত করেছে, কোচ নিয়োগের ব্যাপারে অধিনায়ক কোহলির কোনো মতামত নেওয়া হবে না!

এক বছর আগে রবি শাস্ত্রীর উত্তরসূরি হিসেবে প্রধান কোচ হিসেবে অনিল কুম্বলেকেই নিয়োগ দেওয়ার সুপারিশ করেছিলেন সিএসি’র তিন সদস্য শচীন, সৌরভ ও লক্ষ্মণ। চুক্তি নবায়ন করে কুম্বলেকে নাকি কোচ হিসেবে আরও কিছুদিন রেখেও দিতে চেয়েছিলেন তারা। কিন্তু অধিনায়ক কোহলির সঙ্গে দ্বন্দ্বের জের ধরে সেই কুম্বলে মেয়াদ পূর্তির আগেই কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে ভারতের নতুন কোচ নিয়োগের ব্যাপারটা এখন আরও বেশি জরুরী হয়ে পড়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করে সরাসরি ইংল্যান্ড থেকেই ওয়েস্ট ইন্ডিজ উড়ে গেছে ভারত। সেখানে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫টি ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে কোহলির ভারত। এরপর শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ভারতের। সফরের সময়সূচী এখনো ঠিক হয়নি বটে। তবে ভারতীয় প্রিমিয়ার ক্রিকেট লিগের (আইপিএল) চেয়ারম্যান রাজীব শুক্লা জানিয়েছেন, শ্রীলঙ্কা সফরের আগেই নিয়োগ দেওয়া হবে নতুন কোচ, ‘শ্রীলঙ্কা সফরের আগেই কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। আমরা সেরা একজন কোচই খোঁজে বের করব। আর কোচ নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোহলির কোনো ভূমিকা থাকবে না।’

ভালো কোচ খোঁজে বের করার কাজটা করবেন সিএসি’র তিন সদস্য শচীন, সৌরভ ও লক্ষ্মণ। যাচাই-বাছাই শেষে তারা যার নাম সুপারিশ করবেন, বিসিসিআই ভারতের নতুন কোচ হিসেবে নিয়োগ দেবেন তাকেই। তবে কুম্বলের সঙ্গে কোহলির মতানৈক্যের ব্যাপারটিতে শচীন-সৌরভ-লক্ষ্মণ কোহলির উপর মহাবিরক্ত। ফলে নতুন কোচ নিয়োগের ব্যাপারে কোহলির সঙ্গে কোনো রকম আলোচনা করার ইচ্ছাই তাদের নেই। কোহলির মতামত যে তারা নেবেন না, সেটা তো রাজীব শুক্লার কথাতেই স্পষ্ট।

গো নিউজ ২৪/ এস কে 

 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ