ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেন সাকিব একাদশে নেই, জানাল কেকেআর


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৩০, ২০১৭, ১২:৩৭ পিএম
কেন সাকিব একাদশে নেই, জানাল কেকেআর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মাত্র এক ম্যাচ খেলা হয়েছে সাকিব আল হাসানের। এরপর আর মাঠে দেখা যায়নি তাকে।

কেন সাকিবকে একাদশে সুযোগ দেয়া হচ্ছে না? নিজ মুখেই সে উত্তর দিলেন সাকিব। ‘আমি এখানে ছুটিতে আছি, এটা বেশ উপভোগ্য। এর চেয়ে আনন্দের কি হতে পারে।’

তবে চ্যাম্পিয়নস ট্রফির জন্য নাকি কেকেআর ম্যানেজমেন্ট সাকিবকে বিশ্রাম করতে বলেছে। ‘তারা বলছে, সামনে চ্যাম্পিয়নস ট্রফি, এই মৌসুমে তোমার বিশ্রাম দরকার আছে, যাতে তুমি সেখানে ভালো কিছু করতে পার।’

আইপিএলে জড়িত থাকার কারণে দলের সঙ্গে ইংল্যান্ডে যাওয়া হয়নি সাকিব আল হাসানের। ৪ মে ভারত থেকে দেশে ফিরবেন তিনি। ঐদিন বিকেলেই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

উল্লেখ্য, কলকাতার হয়ে এখন পর্যন্ত ৪৩ উইকেট শিকার করেছেন সাকিব। ব্যাট হাতে  ঝুলিতে পুরেছেন ৪৯৮ রান। স্ট্রাইক রেট ১৩০.৩৬। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৬৬।

এদিকে, আইপিএলে আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল কেকেআর। ৯ ম্যাচের ৭টিতে জিতে প্লে-অফের জন্য কোয়ালিফাই করা কার্যত নিশ্চিত তাদের।

দেখুন আজকের ম্যাচে কলকাতার সম্ভাব্য একাদশ-

কলকাতা সম্ভাব্য একাদশ: গৌতম গম্ভীর, সুনিল নারাইন, রবিন উথাপ্পা, মনিশ পাণ্ডে, ইউসুফ পাঠান, সূর্যকুমার যাদব, ইশংক জগ্বী, কলিন দ্য গ্র্যান্ডহোম, ক্রিস ওকস, নাথান কোল্টার-নিল/ সাকিব আল হাসান, উমেশ যাদব, কুলদীপ যাদব।

 

গো নিউজ২৪/এএইচ

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ