ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেন জার্সি খুলে দর্শকদের দেখাতে গেলেন মেসি, জানুন সেই রহস্য


গো নিউজ২৪ প্রকাশিত: এপ্রিল ২৫, ২০১৭, ১২:৫৭ পিএম
কেন জার্সি খুলে দর্শকদের দেখাতে গেলেন মেসি, জানুন সেই রহস্য

রবিবার রাতের ‘এল ক্লাসিকো’ সব অর্থেই সার্থক! আক্রমণ, পাল্টা-আক্রমণ। গোল-পাল্টা গোল। লিওনেল মেসির মুখ থেকে রক্ত ঝরল। মেজাজ হারালেন ফুটবলাররা। রেফারি বের করলেন লাল কার্ড। তবে সব শেষে বার্সেলোনা ৩-২ হারাল রিয়াল মাদ্রিদকে।

তার থেকেও বড় কথা ‘মেসি-ম্যাজিক’-এ ম্লান ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়ালের ঘরের মাঠে এসে ‘বস-গিরি’ করে গেলেন বার্সেলোনার মহাতারকা। জোড়া গোল করলেন মেসি। জয়সূচক গোলটিও এল তাঁর পা থেকেই। তার পরেই টাচলাইনের ধারে দাঁড়িয়ে মেসির সেই ঐতিহাসিক উদযাপন। জার্সি খুলে তা দেখালেন রিয়াল দর্শকদের। স্যান্টিয়াগো বার্নাব্যু তখন স্তব্ধ। বার্সেলোনার জার্সিতে রবিবারই পাঁচশো গোলও হয়ে গেল আর্জেন্টাইন নায়কের। ‘এল ক্লাসিকো’ জিতে লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রিয়ালের সঙ্গে ভালভাবে রয়ে গেল বার্সা। ৩৩ ম্যাচে বার্সেলোনার সংগ্রহ ৭৫ পয়েন্ট। ৩২ ম্যাচ থেকে রিয়ালের ঝুলিতেও ৭৫ পয়েন্ট। 

প্রথমে ক্যাসেমিরোর গোলে এগিয়ে যায় রিয়াল। ২৮ মিনিটের সেই গোল পাঁচ মিনিটের মধ্যেই শোধ করে দেন মেসি। ৭৩ মিনিটে ইভান রাকিটিচের গোলে এগিয়ে যায় ক্যাটালান ক্লাব। ৭৬ মিনিটে সার্জিও র‌্যামোস লাল কার্ড দেখেন। নিন্দুকেরা বলছেন, ওখানেই ম্যাচটা হেরে যায় রিয়াল। কিন্তু জিনেদিন জিদানের রিয়াল এত দ্রুত হার মানতে রাজি ছিল না। ৮৬ মিনিটে হামেস রদ্রিগেজ ২-২ করে ফেলেন। ৯২ মিনিটে মেসির সেই গোল। গোলের পরেই সাইডলাইনের ধারে ছুটে গেলেন মেসি। জার্সি খুলে ফেললেন। জার্সির পিছন দিক তুলে দেখালেন স্যান্টিয়াগো বার্নাব্যুতে উপস্থিত দর্শকদের। জার্সির পিছনেই যে জ্বলজ্বল করে লেখা মেসি। তাঁর মুখ তখন ফেটে পড়ছে রাগে। 

রিয়ালের ঘরের মাঠে খেলা ছিল। প্রায় ৮০ হাজার দর্শক এসেছিলেন মাঠে। রেফারির বাঁশি বাজার পর থেকেই মেসিকে বিদ্রুপ করতে থাকেন উপস্থিত দর্শকরা। এর মধ্যেই রিয়ালের মার্সেলোর কনুইয়ের গুঁতোয় মুখ ফাটে বার্সার বর্শা মেসির। তবুও দমিয়ে রাখা যায়নি মেসিকে। শেষ লগ্নে দিলেন ‘মাস্টারস্ট্রোক’। তার পরেই রিয়ালের জ্বালা আরও বাড়িয়ে দিলেন এলএম ১০। মাদ্রিদ দর্শকদের ভাল করে দেখালেন নিজের জার্সি। মাদ্রিদ দর্শকদের হয়তো বলার চেষ্টা করলেন, ‘আমি মেসি। এটাই আমার জার্সি।’ জার্সি খুলে অবশ্য হলুদ কার্ড দেখেন মেসি। 

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ