ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কাভানির উপর চরম ক্ষিপ্ত রোনালদো!


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক ‍‍ প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০১৭, ০২:২০ পিএম আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৭, ০৮:২২ এএম
কাভানির উপর চরম ক্ষিপ্ত রোনালদো!

পেনাল্টি ও ফ্রি-কিক নিয়ে সৃষ্ট হওয়া বিবাদে মুখ দেখাদেখিও বন্ধ হয়ে গিয়েছিল প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) দুই তারকা ফুটবলার নেইমার ও এডিনসন কাভানির। এমনকি কাভানিকে বিক্রি করে দিতে ক্লাবটির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফিকে অনুরোধও জানিয়েছিলেন নেইমার। সে সময় জানা গিয়েছিল, দলের দুই তারকার বিবাদের জেরে পিএসজি স্ট্রাইকার কাভানিকে দলে ভেড়াতে ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাব গোপনে যোগাযোগ শুরু করে দিয়েছে।

এই ক্লাবগুলোর মধ্যে ইংল্যান্ডের চেলসি, এভারটন ও স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের নাম বেশ জোরেশোরেই শোনা গেছে। ফরাসী গণমাধ্যমগুলোর খবর ছিল, পিএসজি ছাড়লে রিয়ালেই যোগ দিচ্ছেন উরুগুয়ের স্ট্রাইকার কাভানি। এমনকি দুই ক্লাব সভাপতিও এ ব্যাপারে কথা এগিয়ে রেখেছে। তবে এমন খবর কানে যাওয়ায় ক্ষেপেছেন রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো। 

স্প্যানিশ সংবাদমাধ্যম ডন ব্যালন জানাচ্ছে, কাভানিকে দলে ভেড়াতে রিয়াল মাদ্রিদকে সরাসরি না করে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো! শুধু তাই নয়, রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেস ইতিমধ্যে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে মেন্ডেস রিয়াল সভাপতিকে এও বলে সতর্ক করেছেন, যদি কাভানিকে দলে ভেড়ানো হয় তবে তা মেনে নেবে না সিআরসেভেন। 

যদিও নেইমার-কাভানির বিবাদ এখন শেষ। কাভানি সহ পুরো দলের কাছেই ক্ষমা চেয়েছেন নেইমার। তবুও স্প্যানিশ ও ফরাসী গণমাধ্যমের মতে, আসন্ন জানুয়ারিতেই কাভানিকে বেঁচে দেবে পিএসজি এবং তাকে দলে ভেড়াতে কথাবার্তাও অনেকখানি এগিয়ে রেখেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। কিন্তু দলটির সব চেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর হস্তক্ষেপে শেষ পর্যন্ত রিয়ালের জার্সিতে নাও দেখা যেতে পারে কাভানিকে।

এর আগে, জ্লাতান ইব্রাহিমোভিচ ও আরতুরো ভিদালকে দলে ভেড়ানোর কথা থাকলেও রোনালদোর কারণেই শেষ পর্যন্ত তাদের দলে ভেড়ায়নি রিয়াল মাদ্রিদ!

গো নিউজ ২৪/ এস কে  

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ