ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ওয়ানডেতে দ্রুত ফিফটি করা দশ ব্যাটসম্যান


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০১৭, ১০:৫৬ এএম
ওয়ানডেতে দ্রুত ফিফটি করা দশ ব্যাটসম্যান

টেস্ট ক্রিকেট ধৈর্য্যর খেলা। আর ওয়ানডে বা টি-টোয়েন্টি হলো রানের খেলা, দ্রুত রান তোলাই একদিনের ক্রিকেটের প্রধান কাজ। ওয়ানডেতে অনেক ব্যাটসম্যানই ছিলেন, যারা মেরে খেলতে পছন্দ করতেন কিংবা কখনো কখনো জয়ের টার্গেটে কিংবা দ্রুত গতিতে রান তুলতে গিয়ে বোলারদের উপরে ঝড় বইয়ে দেন ব্যাটসম্যান।

তখনই সৃষ্টি হয় রেকর্ড, কম বলে ফিফটি কিংবা কম বলে সেঞ্চুরি করে ফেলেন ব্যাটসম্যানরা। ওয়ানডেতে দশটি দ্রুততম ফিফটি নিয়েই এই আয়োজন।

১। সাউথ আফ্রিকার ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের সাথে মাত্র ১৬বলে ফিফটি পূর্ণ করেন।

২। শ্রীলংকার ব্যাটসম্যান সনাথ জয়সুরিয়া ১৯৯৬ সালে পাকিস্তানের সাথে মাত্র ১৭ বলে ফিফটি পূর্ণ করেন।

৩। শ্রীলংকার ব্যাটসম্যান কৌশল পেরেরা ২০১৫ সালে পাকিস্তানের সাথে মাত্র ১৭ বলে ফিফটি পূর্ণ করেন।

৪। নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল ২০১৫ সালে শ্রীলংকার সাথে ১৭ বলে ফিফটি পূর্ণ করেন।

৫। অজি ব্যাটসম্যান সিমন ও’ডননিল ১৯৯০ সালে শ্রীলংকার সাথে ১৮ বলে ফিফটি পূর্ণ করেন।

৬। পাকিস্তানের ব্যাটসম্যান শহিদ আফ্রিদি ১৯৯৬ সালে পাকিস্তানের সাথে মাত্র ১৮ বলে ফিফটি পূর্ণ করেন।

৭। শহিদ আফ্রিদি ২০০২ সালে শ্রীলংকার সাথে মাত্র ১৮ বলে ফিফটি পূর্ণ করেন।

৮। অজি ব্যাটসম্যান ম্যাক্সওয়েল ২০০৩ সালে ভারতের সাথে মাত্র ১৮ বলে ফিফটি পূর্ণ করেন।

৯। শহিদ আফ্রিদি ২০১৪ সালে বাংলাদেশের সাথে মাত্র ১৮ বলে ফিফটি পূর্ণ করেন।

১০। নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ব্র্যান্ডন ম্যাককলাম ২০১৫ সালে ইংল্যান্ডের সাথে মাত্র ১৮ বলে ফিফটি পূর্ণ করেন।

এছাড়াও এ্যারন ফিঞ্চ ১৮, মার্ক বাউচার ১৯, জাস্টিন ক্যাম্প ১৯, ম্যাককলাম ১৯, রস টেলর ১৯, মাইক হাসি ১৯, আফ্রিদি ১৯, ম্যাককলাম ১৯, আফ্রিদি ২০, আফ্রিদি ২০, ম্যাককলাম ২০, ড্যানেস সামি ২০, বেয়ারিংটন ২০, কোরে এন্ডারসন ২০ ও মেথুস ২০ বলে ফিফটি পূর্ণ করেন।

দ্রুততম ফিফটির তালিকায় ৩১তম মোহাম্মদ আশরাফুলের ২১ বলের ফিফটিটি। তবে বলের হিসেবে ২১ বলে ফিফটিটি আছে ৫ম স্থানে। আবদুর রাজ্জাকের ২১ বলে ফিফটিটি বলের হিসেবে ৫ম স্থানে থাকলেও তালিকায় আছেন ৩৪তম স্থানে।

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ