ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবার সত্যিই কপাল পুড়ছে যুবরাজের


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক  প্রকাশিত: জুন ২৪, ২০১৭, ০৪:৪০ পিএম আপডেট: জুন ২৪, ২০১৭, ১০:৪০ এএম
এবার সত্যিই কপাল পুড়ছে যুবরাজের

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হারের পর ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়ের তোপের মুখে পড়েন মহেন্দ্র সিং ধোনি ও যুবরাজ সিং। দু’জনকে কাঠগড়ায় দাঁড় করান তিনি। বলেন, দলে ধোনি-যুবির প্রয়োজন কি?

কেবল দ্রাবিড়ই নন, যুবি ও ধোনিকে পারফরম্যান্সের দিকে আঙুল তোলেন আরো অনেকে। আজিঙ্কা রাহানে, ঋশব পান্ডের মতো ব্যাটসম্যানরা বাইরে বসে আছেন আর ম্যাচের পর ম্যাচ তো খারাপ খেলে দলে ঠিকতে পারবেন না এই দুই তারকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও ধোনি ও যুবরাজের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন ওঠে। তবে এবার বিতর্কটা নিজেই উসকে দিলেন যুবরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে কিছুই করতে পারেননি তিনি।

শুক্রবার পোর্ট অব স্পেনে  টস হেরে আগে ব্যাট করতে নেমে আজিঙ্কা রাহানে ও শিখর ধাওয়ানের দারুণ ব্যাটিংয়ে ভালো শুরু পায় ভারত। উদ্বোধনী জুটিতে এই দুজন সংগ্রহ করেন ১৩২ রান। এরপর রাহানে আউট হন ৬২ রান করে। সেঞ্চুরির পথে থাকা শিখর ধাওয়ান ফিরে যান ৮৫ রানে। এরপর উইকেটে এসে মাত্র চার রান করে ফিরে যান যুবরাজ সিং। জেসন হোল্ডারের বলে এভিন লুইসকে ক্যাচ দেন যুবি।

এবার যুবরাজকে বাদ দেওয়ার দাবিটা আরো জোরালো হলো। কারণ স্কোয়াডে থাকলেও দিনেশ কার্তিক, ঋশব পান্ডের মতো ক্রিকেটাররা মূল একাদশে থাকতে পারছেন না। এটা ভারতীয় টিম ম্যানেজমেন্টের ভালোই জানা। যুবি কিছু করতে না পারলেও ভারত কিন্তু ম্যাচটা হারেনি। পোর্ট অব স্পেনে জয় হয়েছে বৃষ্টির। 

ভারতীয় ইনিংসের ৩৮তম ওভারে হানা দেয় বৃষ্টি। ফলে বেশ খানিকটা সময় খেলা বন্ধ থাকে। এরপর আবার খেলা শুরু হয়। তবে ৮ বলের বেশি খেলা হওয়া সম্ভব হয়নি।

কারণ আবার আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয়। শেষ পর্যন্ত বৃষ্টি না থামায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ৫ জুন হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। 
গো নিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ