ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এখন মুস্তাফিজকে নিয়েও প্রশ্ন উঠছে!


গো নিউজ২৪ প্রকাশিত: মার্চ ৩০, ২০১৭, ০৯:০৪ পিএম
এখন মুস্তাফিজকে নিয়েও প্রশ্ন উঠছে!

ওয়ানডে সিরিজে স্বরুপে আবির্ভূত হতে পারছেন না কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে ১টি। রান দিয়েছেন ৮ ওভারে ৬০! দ্য ফিজের সঙ্গে এই পরিসংখ্যান মেলানো কঠিন।

ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার পর এমন ছন্দহীন মুস্তাফিজকে দেখা যাচ্ছে প্রায়ই। এটাই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে অনেকের। মুস্তাফিজ কি তবে হারিয়ে যাচ্ছেন? সবকিছুর পর মুস্তাফিজ তো একজন রক্তমাংসের মানুষ। তাই এই তরুণ বিশ্বতারকাকে নিয়ে মোটেও চিন্তিত নন কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে।

বৃহস্পতিবার অনুশীলন পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ চন্দ্রিকা হাথুরুসিংহের প্রতি ধেয়ে এল অনেক প্রশ্নই। তার মধ্যে স্থান করে নিলেন কাটার মাস্টার মুস্তাফিজ। মাত্র ১৩ ওয়ানডের ক্যারিয়ারে এমন প্রশ্নের মুখে পড়তে হবে সেটা কে জানত? কিন্তু মানুষের ধৈর্য্যের বড় অভাব। কেউ একজন খারাপ খেললেই ৪-৫ বছর আগে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারদের দলে নিতে উঠেপড়ে লাগে দর্শক-সমর্থকরা। এমতাবস্থায় মুস্তাফিজকে অভিভাবকের মতই আগলে রাখলেন টাইগার কোচ।

হাথুরু বললেন, "দ্বিতীয় ম্যাচে ভালো করতে পারেনি কারণ উইকেটে বল গ্রিপ করছিল না। উইকেটগুলো ব্যাটিংয়ের জন্য খুব ভালো ছিল। ছোট ছোট জিনিসগুলো ওর বিপক্ষে গেছে। কিন্তু সে প্রথম ম্যাচে ৩ উইকেট পেয়েছে। আমার ওকে নিয়ে কোনো সমস্যা নেই। "

অনভিজ্ঞ অবস্থায় কম বয়সেই অনেক বড় দায়িত্ব কাঁধে নেওয়া মুস্তাফিজ কাঁধের গুরুতর ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন। ১ বছর এই চোটের জন্য ক্রিকেটের বাইরে ছিলেন তিনি।  তর্কের খাতিরে অনেকেই বলতে পারেন, অধিনায়ক মাশরাফিও তো ভাঙা আঙুল নিয়ে বল হাতে আগুন ঝরাচ্ছেন। এক্ষেত্রে বোঝা দরকার, মাশরাফি আর মুস্তাফিজের বয়স আর অভিজ্ঞতার পার্থক্য। এছাড়া, সবাই তো আর 'মাশরাফি' নয়। পাশাপাশি আরেকটি বিষয় তুলে ধরলেন কোচ। দুই ওয়ানডেতেই মাশরাফির সঙ্গে বোলিং ওপেন করেছেন তরুণ স্পিনার মেহেদী মিরাজ। সুতরাং নতুন বলের স্বাদ কিন্তু পাননি কাটার মাস্টার।

এই বিষয়গুলো যুক্তিসঙ্গত ভাবে তুলে ধরে টাইগার কোচ বললেন, "সদ্যই চোট কাটিয়ে এসেছে সে। সেটাও ওর কাঁধে ছিল, ওই হাতেই সে বোলিং করে।  টেস্টেও খুব ভালো করেছে। তবে ওয়ানডেতে ওর ভূমিকা ভিন্ন ছিল।  সে নতুন বল হাতে নেয়নি। আমরা ওকে নিয়ে সন্তুষ্ট। "

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ