ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এই মেয়েটির রূপ আর গুণের কথা শুনলে অবাক হয়ে যাবেন


গো নিউজ২৪ | বিনোদন ডেস্ক প্রকাশিত: জুলাই ২১, ২০১৭, ০৪:২৫ পিএম আপডেট: জুলাই ২১, ২০১৭, ১২:৪৭ পিএম
এই মেয়েটির রূপ আর গুণের কথা শুনলে অবাক হয়ে যাবেন

একদিকে রূপ আবার সংযুক্ত হয়েছে গুণ। সবমিলিয়ে ভারতের হরিয়াণার এই মেয়ের মধ্যে রয়েছে হৃদয় হরণ করে নেয়ার মত সকল গুণ। আর সেজন্যই চিকিৎসা শাস্ত্রের পড়ুয়া মানুসি চিল্লরের মাথায় উঠেছে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডের মুকুট।

মানুসি কী ছোট থেকেই চেয়েছিলেন যে তিনি বড় হয়ে সুপার মডেল হয়ে উঠবেন? নাকি অন্য কিছু ছিল তাঁর স্বপ্ন? মানুসি সম্পর্কে আরও তথ্য জেনে নিন এক নজরে।

মানুসির বাবা মা দুজনেই পেশায় চিকিৎসক। আর বাবা মায়ের পথ অনুসরণ করে মানুসি একজন চিকিৎসক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। মানুসির স্কুল শিক্ষা দিল্লির সেন্ট থমাস স্কুল থেকে। তারপর সোনেপতের 'ভগত ফুল সিং গভরমেন্ট মেডিক্যাল কলেজ ফর ওমেন' থেকে এমবিবিএস -এর জন্য ভর্তি হন তিনি।

ছোটবেলা থেকেই নাচতে ভালোবাসেন মানুসি। শাস্ত্রীয় নৃত্যে মানুসির তালিম কৌশল্য়া রেড্ডির কাছ থেকে। সুন্দরী মানুসি কুচিপুড়ি নৃত্যে তুখোর। মানুসির বাবা ডক্টর মিত্রবসু চিল্লর ডিআরডিও -এর বিজ্ঞানী হিসাবে নিযুক্ত। 

অন্যদিকে মানুসির মা নিলম চিল্লর বায়োকেমিস্ট্রি বিষয়ে এম.ডি। তিনি বর্তমানে আধ্যাপক।সুন্দরী মানুসির মুখশ্রী সুন্দর হওয়ায় তিনি এক সুন্দরী প্রতিযোগীতায় মিস ফটোজেনিকের শিরোপা অধিকার করেন।

শিক্ষাগত যোগ্যতার বিচারে মানুসির পরিবার যথেষ্ট উচ্চ পর্যায়ের। মানুসির পরিবারে রয়েছে তাঁর এক বোন। যিনি পেশায় আইনজীবী। আর মানুসির ছোট ভাই আপাতত স্কুল পড়ুয়া। সমাজ সেবা মূলক বিভিন্ন কাজের সঙ্গে সংযুক্ত হয়েছেন মানুসি। মেয়েদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বহু কাজের সঙ্গেও সংযুক্ত আছেন তিনি।

মানুসি ২০১৬ সালে ডাক্তাররির পড়াশোনায় যোগ দেন। বর্তমানে তিনি এমবিবিএস-এর দ্বিতীয় বর্ষের ছাত্রী। ডাক্তারির ছাত্রী হিসাবেও মানুসি মহিলা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সচেতনতার কথা বলতে থাকেন।

মিস ইন্ডিয়ার খেতাব জেতার সময়ে মানুসির সবচেয়ে কাছের  দুই প্রতিদ্বন্দ্বী হলেন সানা দুয়া ও প্রিয়াঙ্কা কুমারি। সানা দুয়া জম্মু ও কাশ্মীর থেকে এসে এই প্রতিযোগিতায়োগ দিয়েছেন। অন্যদিকে বিহারের প্রিয়াঙ্কা কুমারি এই প্রতিযোগীতায় দ্বিতীয় রানার্স আপ হয়েছেন।


গো নিউজ২৪/এএইচ

লাইফস্টাইল বিভাগের আরো খবর
বিয়ে-বিচ্ছেদ বেড়েছে খুলনার মেয়েদের, কম বরিশালের

বিয়ে-বিচ্ছেদ বেড়েছে খুলনার মেয়েদের, কম বরিশালের

৪ মাসে একবার বিছানার চাদর কাচেন ব্যাচেলররা: গবেষণা

৪ মাসে একবার বিছানার চাদর কাচেন ব্যাচেলররা: গবেষণা

ডেঙ্গু আক্রান্তরা যে কারণে ডাবের পানি পান করবেন

ডেঙ্গু আক্রান্তরা যে কারণে ডাবের পানি পান করবেন

বাংলাদে‌শিদের জন্য ই-ভিসা চালু করেছে নেপাল

বাংলাদে‌শিদের জন্য ই-ভিসা চালু করেছে নেপাল

গর্ভাবস্থায় কী কী খাবার খেলে আপনার সন্তান হবে মেধাবী ও বুদ্ধিমান!

গর্ভাবস্থায় কী কী খাবার খেলে আপনার সন্তান হবে মেধাবী ও বুদ্ধিমান!

ডেঙ্গু সম্পর্কিত যেসব ভুল তথ্য এড়িয়ে যাবেন

ডেঙ্গু সম্পর্কিত যেসব ভুল তথ্য এড়িয়ে যাবেন