ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমি সাধু নই, শয়তানও নই


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৩, ২০১৭, ১১:০৭ এএম
আমি সাধু নই, শয়তানও নই

শেষ দিন পর্যন্ত ঝুলে ছিল লা লিগার শিরোপা জিতছে কে, এ বিষয়টা? দৌড়ে ছিল রিয়ার মাদ্রিদ এবং বার্সেলোনা। রিয়াল জিতলেই শিরোপা নিশ্চিত- এমন সমীকরণ নিয়েই মাঠে নেমেছিল ক্রিশ্চিয়ানো রোনালদোরা। ম্যাচ শুরুর পরপরই গোল করে মালাগার বিপক্ষে রিয়ালকে এগিয়ে দেন রোনালদো। এরপর লজ ব্লাঙ্কোজদের জয় নিশ্চিত করেন করিম বেনজেমা। ২-০ গোলে মালাগাকে হারিয়ে পাঁচ বছর পর লিগ শিরোপা জিতলেন সিআর সেভেন।

ক্লাবকে লিগ শিরোপা উপহার দিয়ে অন্যরকম আনন্দে মাতলেন রোনালদো এবং তার সতীর্থরা। বাধভাঙা উল্লাসের ঢেউ সঙ্গে করেই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিডিয়ার সামনে উপস্থিত হন সিআর সেভেন। সেখানে ছিলেন ফুরফুরে মেজাজে; কিন্তু হঠাৎ করেই এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি অফমুডে চলে যান। উত্তর দিলেন খুব গম্ভীরভাবে। কিছুটা রোষের সঙ্গেও।

প্রশ্নকর্তার প্রশ্নের জবাবে রোনালদো বলেন, ‘দেখুন, আমি সাধু নই কিংবা তেমন কেউ না; কিন্তু লোকে যে আপনাদের (সাংবাদিকদের) জন্য আমাকে শয়তান ভাবে, অবশ্যই আমি তা নই।’

সেল্টা ভিগোর বিপক্ষে রিয়ালের ৪-১ গোলে জয়ের ম্যাচের পর দলটির খেলোয়াড়দের উদ্দেশ্যে রোনালদো ব্রিফকেস ভর্তি টাকা নেয়ার অঙ্গভঙ্গি করেছিলেন। যেটা তুমুল সমালোচনার ঝড় তুলে দিয়েছে ফুটবল বিশ্বে। নানা সমালোচনার পাশাপাশি মিডিয়ায় রোনালদোকে তুলে ধরা হয়েছে, একজন ‘শয়তান’রূপে।

এ বিষয়টা নিয়েই সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠেছে। তার জবাবেই রোনালদো বলেন, ‘আমার সম্পর্কে না জেনেই মানুষ অনেক কিছু বলে। ব্যাপারটা কিন্তু আমাকে খুব কষ্ট দেয়। আমাকে বিব্রত করে। আপনারা যারা মিডিয়ার আছেন, তারা আমার সম্পর্কে না জেনে, পরিস্থিতি না বুঝেই অনেক আজেবাজে কথা লেখেন। দেখুন, আমি সাধু নই। তবে আমি কিন্তু শয়তানও নই।’

রোনালদো তার নিজের সম্পর্কে কোনো অপপ্রচার বিষয়ে টিভি দেখেন না। তিনি বলেন, ‘আমি টিভি দেখি না। কারণ, আমি যা করিনি তা প্রচার করা হচ্ছে। অথচ আমি যা বলছি, সেগুলো তার ঠিক উল্টো। আমি মাঠে এবং মাঠের বাইরে যেমন, তেমনটা তারা তুলে ধরতে পারে না। এটা তাদের ভুল। এ কারণে আমি খুব সুখি। কারণ, আমার সম্পর্কে যা বলা হয়, তার কিছুই সত্য নয়। এগুলো গুজব।

পরিবারের দোহাই দিয়ে নিজের বিরুদ্ধে এ ধরনের ‘অপপ্রচার’ বন্ধ করার অনুরোধ জানান রোনালদো, ‘আমি এ ধরনের অপপ্রচার একেবারেই পছন্দ করি না। আমার একটি পরিবার আছে। আমারও মা আছে, ছোট্ট একটা ছেলে আছে। আমার বিরুদ্ধে মিডিয়াতে ফালতু কথাবার্তা লেখা হলে তা তাদেরও বিব্রত করে।’

গো নিউজ ২৪
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ