ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমলার রেকর্ড ভাঙলেন বাবর


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক ‍‍ প্রকাশিত: অক্টোবর ১৬, ২০১৭, ১১:২২ পিএম
আমলার রেকর্ড ভাঙলেন বাবর

বাবর আজম।বর্তমান সময়ে পাকিস্তানের সফল ব্যাটসমান। এবার সেই সফলতাকে ছাপিয়ে  হাসিম আমলাকেও ছারিয়ে গেলেন বাবর আজম । 

ক্রিকেটে অভিষেকের পর থেকেই রান পাচ্ছেন বাবর আজম। তবে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির জন্য ১৬ মাস এবং ১৬ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয় তাকে। টানা তিন সেঞ্চুরি দিয়ে অপেক্ষা ফুরোয় বাবরের। এরপর আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি এই তরুণ উদীয়মান ব্যাটসম্যান।    

সোমবার ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন তিনি। সবচেয়ে কম ইনিংসে সাতটি সেঞ্চুরি করার মাইলফলক গড়েন এই টপঅর্ডার ব্যাটসম্যান। 

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেও সেঞ্চুরি (১০৩) করেন বাবর। তবে সোমবারের সেঞ্চুটির গুরুত্ব তার কাছে একটু বেশিই। ১০১ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তানকে একাই টেনে তোলেন তিনি। অবশ্য সঙ্গী হিসেবে পান শাদাব খানকে। সপ্তম উইকেটে শাদাবকে নিয়ে ১০৯ রানের দারুণ এক জুটি গড়েন বাবর। আর তাতে করে ২১৯ রানের পুঁজি পায় পাকিস্তান।

২০১৫ সালের মে মাসে ওয়ানডেতে অভিষেক হওয়া বাবর প্রথম সেঞ্চুরি পান গত বছরের সেপ্টেম্বরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিনটি সেঞ্চুরি করেন তিনি। এরপর চলতি বছরের জানুয়ারি তিন ম্যাচে করে দুটি সেঞ্চুরি। আর শ্রীলঙ্কার বিপক্ষে পান টানা সেঞ্চুরি।

ক্যারিয়ারের প্রথম সাত সেঞ্চুরি করতে হাশিম আমলাকে খেলতে হয়েছিল ৪১টি ম্যাচ। সোমবার ৩৩তম ম্যাচেই সপ্তম সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যানকে ছাড়িয়ে রেকর্ড গড়েন বাবর।

 


গো নিউজ ২৪/ এ আই 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ