ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আপত্তির মুখে দাফন করতে না পেরে নদীতে ভাসিয়ে দেয়া হলো লাশ


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ২০, ২০১৭, ১১:১৩ পিএম
আপত্তির মুখে দাফন করতে না পেরে নদীতে ভাসিয়ে দেয়া হলো লাশ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত হেলাল খাঁর (৩০) লাশ দাফন করতে না পেরে নদীতে ভাসিয়ে দেয়ার খবর পাওয়া গেছে। এলাকাবাসীর আপত্তির মুখে নিহত হেলালের পিতা লাশ ভাসিয়ে দিতে বলে। খবর পেয়ে শনিবার ঘটনাস্থল (জাকেরেরসুরা) ঘুরে পদ্মা নদীর পারে লাশটি ভাসতে দেখা যায়। ঘটনাটি চাঞ্চল্য সৃষ্টি করেছে।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে গাজীরটেক ইউনিয়নের চর হোসেনপুর গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাতে অটোরিকশা চোর সন্দেহে পিটুনিতে নিহত হয় হেলাল খাঁ। ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকেলে তার লাশ গ্রহণ করে পরিবার।

হেলালের মা (মোসলেম খার দ্বিতীয় স্ত্রী) শুক্কুরী বেগমের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার তারা লাশটি থানা থেকে গ্রহণ করার পর উপজেলার জাকেরের শুরা ভাঙ্গার মাথায় নিয়ে যায়। তখন ঐ এলাকার অনেকে লাশ গন্ধ বলে নামাতে দেয়নি। আবার অনেকে লাশটি ঐ এলাকায় দাফন করা যাবে না বলায় জানায়। এ অবস্থায় হেলালের শোকার্ত পিতা তাদের বলে ‘স্থানীয়দের বলে আমার ছেলেকে দাফন করার জায়গা যখন মিললো না তোমরা লাশ নদীতে ফেলে দাও’।

পরে এলাকার মাতুব্বর শ্রেণীর লোকেরা লাশটি নদীতে ফেলে দেয় বলে অভিযোগ নিহতের পরিবারের। হেলালের মা বলেন, আমাদের হুশ ছিল না লাশটি কারা যেন নিয়ে নদীতে ফেলে দিল। কারা লাশটি নদীতে ফেলে দিল জানতে চাইলে তাদের নাম জানাতে পরিবারটি গড়িমসি করে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নিহতের বাবা মোসলেম ও মা শুক্কুরী বেগম এক বছর আগে জাকেরেরসুরার কলকুঠিতে বসবাস করত।
এ বিষয়ে চরভদ্রসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ ভক্ত জানান, ময়না তদন্ত শেষে থানা থেকে নিহতের পরিবার লাশটি গ্রহণ করে নিয়ে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত চরভদ্রাসন থানার এস.আই আব্দুর রব, এস.আই মো: সাইদুর ও হরিরামপুর ইউপির সাবেক চেয়ারম্যান ওবায়দুল বারী দিপু খান কয়েকজনের সহযোগিতায় শনিবার দুপুরে হরিামপুর ইউনিয়নের আরজখার ডাঙ্গী মৃধা বারী কবরস্থানে লাশটি দাফন করার ব্যবস্থা নেন।

গো নিউজ ২৪/ এস কে  

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা