ঢাকা শনিবার, ১১ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আজ রাতেই ভেঙে যাবে ম্যারাডোনার স্বপ্নের রেকর্ড!


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৭, ০১:০৮ পিএম আপডেট: অক্টোবর ১৭, ২০১৭, ০৭:০৯ এএম
আজ রাতেই ভেঙে যাবে ম্যারাডোনার স্বপ্নের রেকর্ড!

হুমকির মুখে নাপোলির হয়ে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি। তার এই রেকর্ডটি ভেঙে দেয়ার অপেক্ষায় মারেক হামসিক।

জাতে মিডফিল্ডার হলেও আক্রমণভাবে প্রতিপক্ষের মনে ভয়ে সঞ্চার সৃষ্টি করতে পারেন হামসি। গোল করানোর পাশা-পাশি দারুণ গোল করতেও সক্ষম তিনি। স্লোভাকিয়ান এই মিডফিল্ডার নাপোলির হয়ে এখন পর্যন্ত ১১৪টি গোল করেছেন। অর্থাৎ ম্যারাডোনার সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁতে তার চাই একটি মাত্র গোল।  ১৯৮৪ থেকে ১৯৯১- এই সাত মৌসুম নাপোলির হয়ে ১১৫ গোল করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। তবে তার সেই রেকর্ড আর অক্ষত থাকছেনা সেটা বলাই যায়।

এদিকে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হচ্ছে নাপোলি। ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ম্যাচটিতে তাহলে কি ম্যারাডোনার রেকর্ড ছুঁয়ে ফেলবেন হামসিক? এ নিয়ে তিনি নিজে কী ভাবছেন?

মারেক হামসিক

ম্যাচের আগের দিন হামসিক বলেছেন, ‘আগামীকাল (আজ) গোল করে ম্যারাডোনার রেকর্ড ছুঁতে পারাটা হবে দারুণ কিছু। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দল এবং দলের পারফরম্যান্স। আমি গোল করলে অবশ্যই ভালো লাগবে, তবে আমরা পয়েন্ট নিয়ে স্টেডিয়াম ছাড়তে চাই।’

২০১১ সালে ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়নস লিগ অভিষেকের ম্যাচের প্রতিপক্ষ ছিল নাপোলি। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে এডিনসন কাভানির গোলে এগিয়ে যায় নাপোলি। খানিক বাদেই সেটি শোধ করেন সিটির অ্যালেক্সান্ডার কোলারভ। শেষ পর্যন্ত ম্যাচ ড্র হয় ১-১ গোলে। সেবার সিটি বাদ পড়েছিল গ্রুপ পর্ব থেকেই।

হামসিক মনে করেন, সিটি এখন অনেক উন্নতি করেছে। তবে নাপোলি সিটির চেয়েও বেশি উন্নতি করেছে। নাপোলির এই দলটাকেই তার খেলা সেরা দল বলে মনে করেন ৩০ বছর বয়সি এই মিডফিল্ডার।

‘ইউরোপের অন্যতম শক্তিশালী দলের সঙ্গে এখানে আবার খেলতে আসাটা দারুণ ব্যাপার। ছয় বছর আগে ম্যানচেস্টার সিটি এই পর্যায়ে ছিল না, তবে অনেক উন্নতি করেছে। কিন্তু আমি বলব, নাপোলি সিটির চেয়ে বেশি উন্নতি করেছে। আমরা সব সময় আরো ভালো করতে চাই। এই নাপোলি খুবই ভালো খেলছে। এটাই আমার খেলা সেরা নাপোলি দল’- বলেন হামসিক।

ম্যারাডোনার রেকর্ড হুমকির মুখে থাকলেও আরেক আর্জেন্টাইনের সামনে নতুন রেকর্ডের হাতছানি। আর একটি গোল করলেই সিটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এরিক ব্রুককে ছুঁয়ে ফেলবেন সার্জিও আগুয়েরো। সিটির হয়ে এরিকের গোল ১৭৭টি, ১৭৬ গোল নিয়ে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন আগুয়েরো।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ