ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আইপিএলের স্কোয়াড


গো নিউজ২৪ প্রকাশিত: মার্চ ২৮, ২০১৭, ১০:৪৪ এএম
আইপিএলের স্কোয়াড

৫ এপ্রিল থেকে শুরু হয়েছে আইপিএলের দশম আসর। আইপিএলের নিলামের শুরুতেই চমক। ১৪.৫ কোটি টাকা দিয়ে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকে দলে নিল রাইজিং পুণে সুপারজায়ান্টস। আইপিএল-এর ইতিহাসে স্টোকসই সবচেয়ে দামী বিদেশি ক্রিকেটার।  এর আগে এই রেকর্ড ছিল শেন ওয়াটসনের দখলে।  তিনি ৯.৫ কোটি টাকা পেয়েছিলেন। 

আইপিএল নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দর পেলেন টাইমাল মিলস। ইংল্যান্ডের এই ক্রিকেটারকে ১২ কোটি টাকায় কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইংলিশ এই বোলারের ভিত্তি মূল্য ধরা হয়েছিল ৫০ লাখ রুপি। তার নাম উঠতেই ফ্রাঞ্চাইজিগুলোর আগ্রহ ছিল তুঙ্গে। শেষ পর্যন্ত লাখ ছাড়িয়ে তার কয়েক গুণ বেশি দামে বিক্রি হলেন মিলস।

ট্রেন্ট বোল্টকে ৫ কোটি টাকা দিয়ে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। কাগিসো রাবাদাকে ৫ কোটি টাকা দিয়ে দলে নিল দিল্লি ডেয়ারডেভিলস।

গত আইপিএলে ৮.৫ কোটি দর পাওয়া পবন নেগিকে এবার মাত্র এক কোটি টাকা দিয়ে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অ্যাঞ্জেলো ম্যাথিউজকে দু কোটি টাকায় কিনল দিল্লি ডেয়ারডেভিলস। কোরে অ্যান্ডাহরসনকেও নিয়েছে দিল্লি।  তাঁর দল এক কোটি টাকা।  

মিচেল জনসনকে দু কোটি টাকায় কিনল মুম্বাই ইন্ডিয়ান্স। ৪.৫ কোটি টাকায় প্যাট কামিন্সকে কিনেছে দিল্লি ডেয়ারডেভিলস। ৩০ লাখ রুপিতে মোহাম্মদ নবীকে কিনল হায়দ্রাবাদ। আইপিএল ইতিহাসে প্রথমবারের মত দল পেলেন আফগানিস্তানের দুই ক্রিকেটার। এরা হলেন, অলরাউন্ডার মোহাম্মদ নবী ও লেগ স্পিনার রশিদ খান। 

এক নজরে আইপিএল ২০১৭ ফিক্সচার: 

দিল্লি ডেয়ারডেভিলস: জহির খান (অধিনায়ক), অঙ্কিত বাউনে, সায়েদ আহমেদ, কোরি এন্ডারসন, মুরুগান অশ্বিন, স্যাম বিলিংস, কার্লোস ব্র্যাথওয়েইট, প্যাট কামিন্স, কুইন্টন ডি কক, শ্রেয়াস আইয়ার, অ্যাঞ্জেলো ম্যাথুস, ছামা মিলিন্দ, অমিত মিশ্র, মোহাম্মদ শামি , ক্রিস মরিস, শাহবাজ নাদিম, করুণ নায়ার রিশাভ প্যান্ট, প্রত্যূষ সিং, কাগিসো রাবাদা, নভদিপ সাইনি, সঞ্জু স্যামসন, শশাঙ্ক সিং, আদিত্য তারে, জয়ন্ত যাদব। 

গুজরাট লায়ন্স: সুরেশ রায়না (অধিনায়ক), আক্সদিপ নাথ, শুভম আগরওয়াল, বেসিল থাম্পি, ডোয়াইন ব্রাভো, চিরাগ সিউড়ি, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, মান্রীত গনি, ঈশান কিষাণ, রবিন্দ্র জাদেজা, শাদাব জাকাতি, দিনেশ কার্তিক, শিভিল কৌশিক, ধাওয়াল কুলকার্নি, প্রভীন কুমার, ব্রেন্ডন ম্যাককালাম, মুনাফ প্যাটেল , ইরফান পাঠান, জেসন রয়, প্রদীপ সাংওয়ান, জয়দেব শাহ, শেলি শাউর‍্যা, নাথু সিং, ডোয়াইন স্মিথ, টেজাস বারোকা, অ্যান্ড্রু টাই।

কিংস ইলেভেন পাঞ্জাব: গ্লেন ম্যাক্সওয়েল (অধিনায়ক), বরুণ অ্যারন, হাশিম আমলা, আনুরিত সিং, আরমান জাফর, কেসি কারিয়াপ্পা, মার্টিন গাপটিল, গুরক্রিত সিং মান, ম্যাট হেনরি, শন মার্শ,  ডেভিড মিলার, ইয়োইন মরগান, নিখিল নায়েক টি নটরাজ, আক্সার প্যাটেল, ঋদ্ধিমান সাহা, পারদিপ সাহু, ড্যারেন স্যামি, সন্দীপ শর্মা, মোহিত শর্মা, রিংকু সিং, মার্কাস স্টোইনিস, স্বপ্নিল সিং, রাহুল টেবাটিয়া, শার্দূল ঠাকুর, মুরালি বিজয়, মানান ভোহরা। 

কলকাতা নাইট রাইডার্স: গৌতম গম্ভীর (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ড্যারেন ব্রাভো, পিযুষ চাওলা, নাথান কোল্টার-নাইল, ঋষি ধাওয়ান, সায়ান ঘোষ, শেলডন জ্যাকসন, ইশাঙ্ক জাজ্ঞি, কুলদিপ যাদব, ক্রিস লিন, সুনিল নারাইন, মনিশ পান্ডে, ইউসুফ পাঠান, রোভামান পাওয়েল, অঙ্কিত রাজপূত, সঞ্জয় যাদব, সাকিব আল হাসান, রবিন উথাপ্পা, ক্রিস ওকস, সূর্যকুমার যাদব, উমেশ যাদব। 

মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা (অধিনায়ক), জাপ্রিত বুম্রাহ, জস বাটলার, শ্রেয়াস গোপাল, কৃষ্ণাপ্পা গৌথাম, আসেলা গুনারত্ন, হরভজন সিং, মিচেল জনসন, কুল্বান্ত খেজ্রোলিয়া, সিদ্ধেশ লোক, মিচেল ম্যাকক্লেনাঘান, লাসিথ মালিঙ্গা, হার্দিক পান্ড্য, ক্রুনাল পান্ড্য, পার্থিব প্যাটেল, কাইরন পোলার্ড, নিকোলাস পরাণ, দীপক পুনিয়া, নিতিশ রানা, আম্বাতি রাইডু, জিতেশ শর্মা, কারন শর্মা, লেন্ডল সিমন্স, টিম সাউদি, জগদেশা সূচিত, সৌরভ তিওয়ারি, বিনয় কুমার। 

রাইজিং পুনে সুপারজায়ান্টস: স্টিভেন স্মিথ (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, অঙ্কিত শর্মা, বাবা অপরাজিতের, রবিচন্দ্রন অশ্বিন, অঙ্কুশ বাইন্স, রজত ভাটিয়া, দীপক চাহার, রাহুল চাহার, ড্যানিয়েল খ্রিস্টিয়ান, এম এস ধোনি, অশোক দিন্দা, ফাফ ডু প্লেসিস, লোকি ফার্গুসন, জাস্করন সিং, উসমান খাজা, মিচেল মার্শ, আজিঙ্কা রাহানে, সৌরভ কুমার, বেন স্টোকস, মিলিন্দ ট্যান্ডন, মনোজ তিওয়ারি, জয়দেব উনাদকাট, অ্যাডাম জাম্পা। 


রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহলি (অধিনায়ক), শ্রীনাথ অরবিন্দ, আবেশ খান, স্যামুয়েল বদ্রি, স্টুয়ার্ট বিনি, জুভেন্দ্র চাহাল, আনিকেট চৌধুরী, এবি ডি ভিলিয়ার্স, প্রভীন দুবে, ক্রিস গেইল, ট্রাভিস হেড, ইকবাল আবদুল্লা, কেদার যাদব, সরফরাজ খান, মান্দিপ সিং, টাইমাল মিলস, অ্যাডাম মিলনে, পবন নেগি, হারশাল প্যাটেল, লোকেশ রাহুল শচীন বেবী, টাব্রাইজ শামসী, বিলি স্টানলেক, শেন ওয়াটসন। 


সানরাইজার্স হায়দ্রাবাদ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), তন্ময় আগরওয়াল, রিকি ভুঁই, বিপুল শর্মা, বেন কাটিং, শিখর ধাওয়ান, একলব্য দ্বিবেদী, মইসেস হেনরিকস, দীপক হুদা, ক্রিস জর্ডান, সিদ্দারথ কাউল, ভুবনেশ্বর কুমার, বেন লাফলিন, অভিমন্যু মিঠুন, মোহাম্মদ নবী, মোহাম্মদ সিরাজ, মোস্তাফিজুর রহমান, আশীষ নেহরা, নামান ওঝা, রশিদ খান, বিজয় শংকর, বারিন্দার স্রান, প্রভিন থাম্বে, কেন উইলিয়ামসন, যুবরাজ সিং। 

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ