ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মন ভাঙা-গড়া প্রেমে চলে, ক্রিকেটে না : সাকিব


গো নিউজ২৪ প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০১৬, ০৫:২৯ পিএম
মন ভাঙা-গড়া প্রেমে চলে, ক্রিকেটে না : সাকিব

জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের সিরিজে জিততে না পারলেও এশিয়া কাপে এর কোন প্রভাব পড়বে বলে মনে করেন না টাইগার দলের অন্যতম সেরা খেলোয়াড় সাকিব আল হাসান।

এশিয়া কাপের আগে একটি টিম কম্বিনেশন দরকার ছিলো সেটা এই সিরিজ থেকে পাওয়া গেছে বলে মনে করেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ হারলেও মনোবল ভাঙেনি জানিয়ে সাকিব বলেন, মন ভাঙা-গড়া এসব প্রেমের ক্ষেত্রে চলে, ক্রিকেটে না।’

এশিয়া কাপের আগে বাংলাদেশ সেরা ফর্মে ফিরতে পারবে বলেও আশা করেন তিনি। আজ খুলনার হোটেল সিটি ইনে ‘ফেস অব রেডিও ধ্বনি’ হিসেবে রেডিও ধ্বনির সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন সাকিব আল হাসান।

এশিয়া কাপের আগে জিম্বাবুয়ে সিরিজে টিমের যে পরীক্ষা-নিরীক্ষা ছিলো এটাকে সমর্থন করে সাকিব বলেন, আমার মনে হয় এটা ঠিকই আছে। বড় কোন টুর্নামেন্টের আগে আমাদের সামনে একটা সুযোগ ছিলো বেস্ট কম্বিনেশনটা বের করার। টিম ম্যানেজমেন্ট সেটা করতে পেরেছে।

পরপর দু’টি ম্যাচ হারলেও এতে দলের মনোবল ভাঙছে বলেও মনে করেন না তিনি। তার মতে, মন ভাঙ্গা বা মন গড়া এসব প্রেমের ক্ষেত্রে চলে ক্রিকেটে নয়। আমরা যখন ক্রিকেট খেলি নিজেদের সেরাটা দিয়েই খেলি। এখনও আমাদের মনোবল চাঙা আছে। এশিয়া কাপের আগে আমরা যথেষ্ট সময় পাবো। আশা করছি এশিয়া কাপে আমাদের ফলটাও ভালো হবে।

জিম্বাবুয়র বিপক্ষে হারের জন্য কোন অজুহাত না দিয়ে সাকিব বলেন, টি-টোয়েন্টি ক্রিকেট সংক্ষিপ্ত ফরমেটের খেলা। এখানে যে কোন সময় যে কোন কিছু হতে পারে। জিম্বাবুয়েকে আমরা মোটেই খাটো করে দেখিনি। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ফলাফল খুব একটা ভালো নয় এটা স্বীকার করে সাকিব বলেন, এ বছর আমাদের বেশ কিছু টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে। আমাদের লক্ষ্য আছে, এ বছর টি-টোয়েন্টিতে ভালো করা।

সম্প্রতি বোলারদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন সাকিব আল হাসান। এটা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, হ্যাঁ, কোন এচিভমেন্ট হলে তো ভালোই লাগে। তবে এটা আমার খেলার জন্য হয়নি। বেশ কিছুদিন ধরে আমি ওয়ানডে ম্যাচ খেলছি না। আমার আগে যারা ছিলো তারা খারাপ করেছে বলেই আমি উপরে উঠে এসেছি। নিজে খেলে র‌্যাঙ্কিংয়ে উপরে উঠলে আরো বেশি ভালো লাগে।

এশিয়া কাপের আগে বাংলাদেশ দল আরও বেশ কিছুদিন অনুশীলন করার সুযোগ  পাচ্ছে। এখন এ সময়টাকেই পুরেপুরি কাজে লাগাতে চান সাকিব আল হাসান।

এর আগে হোটেল সিটি ইনে রেডিও ধ্বনির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন সাকিব আল হাসান। চুক্তি অনুযায়ী আগামী ২ বছর রেডিও ধ্বনির সাথে কাজ করবেন সাকিব। এ সময়টাতে তিনি এই রেডিও স্টেশনে একটি ক্রিকেটের প্রোগ্রাম উপস্থাপনাও করবেন।

রেডিও ধ্বনির সাথে কাজ করতে পেরে আনন্দিত জানিয়ে সাকিব বলেন, আমরা সাধারণ ক্রিকেট ভক্তদের থেকে অনেক দূরে থাকি। এ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমি আমার ভক্তদের খুব কাছে থাকতে পারবো। তাদের কথা শুনতে পারবো। তারাও আমার সম্পর্কে আরও বেশি জানতে পারবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেডিও ধ্বনির পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী মালিক সজীব।

এস এম

 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ