ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিপি​এলে রংপুর রাইডার্সে খেলবেন যারা


গো নিউজ২৪ প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০১৬, ১০:৩৪ পিএম
বিপি​এলে রংপুর রাইডার্সে খেলবেন যারা

আগামী ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। অংশ নিচ্ছে সাতটি দল।

গতবার দলটির তারকা ছিলেন সাকিব আল হাসান। কিন্তু এবার এ দলটির চোখের মনি সৌম্য সরকার।

‘এ’ প্লাস ক্যাটাগরির ক্রিকেটার সৌম্য সরকারের পারিশ্রমিক ৪০ লাখ টাকা। তার সঙ্গে এ দলটিতে খেলবেন পুরনো ক্রিকেটার মোহাম্মদ মিঠুন ও আরাফাত সানী। গত আসরে রংপুরের জার্সিতে দুজনেরই পারফরম্যান্স ছিল অ্যাভারেজ।


তরুণ সৌম্য পাশে পাচ্ছেন এক ঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার। নাঈম ইসলাম, ইলিয়াস সানী, জিয়াউর রহমান, মুক্তার আলী, সোহাগ গাজী খেলবেন রংপুরে। পিনাক ঘোষ, মেহরাব হোসেন জসি ও শাহবাজ চৌহানের মত তরুণ ক্রিকেটারও রয়েছেন। জাতীয় দলের সতীর্থ রুবেল হোসেনকেও পাশে পাচ্ছেন সৌম্য। গতবার সিলেট রয়্যালসের হয়ে খেলেছিলেন রুবেল। তবে ইনজুরির কারণে দলকে সার্ভিস দিতে ব্যর্থ হয়েছিলেন বাগেরহাটের এ তারকা পেসার।


তবে বিদেশি ক্রিকেটারে আশ্রয় খুঁজতে হবে সৌম্যকে। এ দলের হয়েই খেলবেন বুমবুম আফ্রিদি। সঙ্গে শারজিল খান, বাবর আজম ও মোহাম্মদ শাহজাদের মত ভালোমানের ক্রিকেটারও রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের তরুণ ওপেনার পোপেকেও নেওয়া হয়েছে। আছেন নাসির জামশেধ ও সচিত্রা সেনানয়েকে।

 

সব মিলিয়ে কেমন রংপুর রাইডার্স দল- 

রংপুর রাইডার্স :

সৌম্য সরকার (আইকন),

মোহাম্মদ মিঠুন

আরাফাত সানি,

রুবেল হোসেন,

সোহাগ গাজী,

জিয়াউর রহমান,

নাঈম ইসলাম,

ইলিয়াস সানি,

পিনাক ঘোষ,

মুক্তার আলী,

মেহরাব হোসেন জোসি,

শাহবাজ চৌহান ;

 

বিদেশি খেলোয়াড়ঃ

শহীদ আফ্রিদি (পাকিস্তান),

শারজিল খান (পাকিস্তান),

বাবর আজম (পাকিস্তান),

মোহাম্মদ শেহজাদ (আফগানিস্তান),

দাসুন শানাকা (শ্রীলঙ্কা),

গিড্রন পোপ (ওয়েস্ট ইন্ডিজ),

রিচার্ড গ্লিসন (ইংল্যান্ড),

নাসির জামশেদ (পাকিস্তান),

সচিত্র সেনানায়েকে (শ্রীলঙ্কা),

গিহান রুপাসিঙ্গে (শ্রীলঙ্কা)।

 

উল্লেখ্য, আইপিএলের নিলামের সঙ্গে খেলোয়াড় ড্রাফটের পার্থক্য আছে। এখানে ভিত্তি মূল্যেই খেলোয়াড়েরা বিক্রি হয়েছেন। বেশি দামে কিনে নেওয়ার সুযোগ ছিল না। শুধু লটারি করে যে দলের নাম আগে উঠেছে, তাতে নির্দিষ্ট বিভাগ থেকে পছন্দের খেলোয়াড় সবার আগে বেছে নেওয়ার সুযোগ পেয়েছে। এভাবেই চলেছে পুরো প্র​ক্রিয়া।

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ