ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিপি​এলে ঢাকা ডায়নামাইটসে খেলবেন যারা


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০১৬, ১০:১৩ পিএম
বিপি​এলে ঢাকা ডায়নামাইটসে খেলবেন যারা

আগামী ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। অংশ নিচ্ছে সাতটি দল।

দেশি ও বিদেশি মোট ১৯ ক্রিকেটার দলে নিয়েছে ঢাকা ডায়নাইটস। তবে দেশিয় ক্রিকেটার থেকে বিদেশি ক্রিকেটারে শক্তিশালী ঢাকা।

রংপুর রাইডার্স ছেড়ে এবার ঢাকায় এসেছেন সাকিব আল হাসান। বিপিএলে দেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক সাকিব আল হাসানের।

পুরোনো দুই ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত ও নাসির হোসেনকে আগেই রেখে দেয় ঢাকা।

বিদেশি ক্রিকেটার সংগ্রহে সবার থেকে এগিয়ে ঢাকা। দুই গ্রেট ক্রিকেটার কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনেকে দলে নিয়েছে ঢাকা। পাশাপাশি টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ও ডোয়াইন ব্রাভোও আছে এ দলে।

ড্রাফট থেকে ঢাকা ডায়নামাইটস কমপক্ষে ১০ জন স্থানীয় ও ৩ জন বিদেশি খেলোয়াড় নিয়েছে। প্রতি ম্যাচে বিদেশি খেলানো যাবে তিন থেকে চারজন। প্রতি সেটে দেশি ও বিদেশি খেলোয়াড়দের জন্য দুই দফা করে হলো খেলোয়াড় বাছাই। সব মিলিয়ে কেমন ঢাকা ডায়নামাইটস দল- 

ঢাকা ডায়নামাইটস :

সাকিব আল হাসান (আইকন),

মোসাদ্দেক হোসেন

নাসির হোসেন,

সানজামুল ইসলাম,

আলাউদ্দিন বাবু,

সোহরাওয়ার্দী শুভ,

মেহেদী মারুফ,

মোহাম্মদ শহীদ,

ইরফান শুক্কুর,

তানভীর হায়দার খান;

বিদেশি খেলয়ারঃ 

কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা),

আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ),

মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা),

ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ),

এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ),

রবি বোপারা (ইংল্যান্ড),

সেকুগে প্রসন্ন (শ্রীলঙ্কা),

ওয়েইন পারনেল (দক্ষিণ আফ্রিকা),

উসামা মীর (পাকিস্তান)।

উল্লেখ্য, আইপিএলের নিলামের সঙ্গে খেলোয়াড় ড্রাফটের পার্থক্য আছে। এখানে ভিত্তি মূল্যেই খেলোয়াড়েরা বিক্রি হয়েছেন। বেশি দামে কিনে নেওয়ার সুযোগ ছিল না। শুধু লটারি করে যে দলের নাম আগে উঠেছে, তাতে নির্দিষ্ট বিভাগ থেকে পছন্দের খেলোয়াড় সবার আগে বেছে নেওয়ার সুযোগ পেয়েছে। এভাবেই চলেছে পুরো প্র​ক্রিয়া।

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ