ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‍‘দিবালা চাইলেই তো আসতে পারে‍‍’


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক ‍‍ প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৭, ১০:১৭ এএম
‍‘দিবালা চাইলেই তো আসতে পারে‍‍’

পাওলো দিবালাকে পাওয়া তবে সম্ভব! জুভেন্টাসের জেনারেল ম্যানেজার গুইসেপ্পে মোরাত্তা বলছেন সেরকমটাই। চাইলেই ‘ক্ষুদে মেসি’কে দলে টানতে পারে বার্সেলোনা। সেক্ষেত্রে শুধু একটা কাজই করতে হবে কাতালান কর্মকর্তাদের! বুঝিয়ে-শুনিয়ে, লাভ-ক্ষতির হিসাবটা ভালো মত মাথায় ঢুকিয়ে দিবালাকে রাজি করাতে হবে।

নেইমার পিএসজিতে চলে যাওয়ার পর থেকেই ব্রাজিলিয়ান তারকার বিকল্প হিসেবে দিবালা এবং ফিলিপে কৌতিনহোর পেছনে ছুটছে বার্সা। কিন্তু অনেক ঘাম ঝরানোর পরও কাউকেই কব্জা করতে পারেনি। শেষ পর্যন্ত ১৫০ মিলিয়নে ফরাসি ফরোয়ার্ড ডেম্বেলেকে পেলেও চোটের কারণে চার মাসের জন্য হারাতে হয়েছে তাকেও।

গ্রীষ্মকালীন দলবদলে না পেলেও আসছে শীতকালীন দলবদল মৌসুমে দিবালাকে পেতে কোমরবেঁধে নামার প্রস্তুতি সারছেন বার্সার কর্মকর্তারা। সেদিকেই ইঙ্গিত করে মোরাত্তার দাবি, একবার যদি ক্যাম্প ন্যুতে যেতে মনস্থির করে ফেলেন দিবালা, তবে তাকে আটকানোর ক্ষমতা তাদের (জুভেন্টাস) নেই।

‘কোনও খেলোয়াড় একবার যদি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তবে তাকে আটকানোর ক্ষমতা কারও নেই। দিবালাও এর বাইরে নয়।’ সংবাদ মাধ্যম মিডিয়াসেট প্রিমিয়ামকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মোরাত্তা।

১১০ মিলিয়ন ইউরো দাম হাঁকিয়েও বার্সার দিবালাকে না পাওয়ার পেছনে কারণ হিসেবে ভাবা হয় জুভেন্টাসের ১৬০ মিলিয়ন ইউরোর বাই আউট ক্লজকে। তবে সেটা মোরাত্তা অস্বীকার করে বলেছেন, তাদের সেরা খেলোয়াড়টির জন্য এমন কোনও বাই আউট তারা বেঁধে দেননি। দিবালা চাননি বলেই কাতালান ক্লাবটি তাকে পায়নি।

অর্থাৎ, ‘আগামী মেসি’কে পেতে হলে ক্লাব নয়, দিবালাই স্বয়ং প্রধান বাঁধা। সিনিয়র মেসির সমান দুই হ্যাটট্রিকে আট গোল করা তারকাকে পেতে হলে দিবালাকেই রাজি করানো ছাড়া যে আর কোন বিকল্প খোলা নেই, সেদিকেই ইঙ্গিত মোরাত্তার। 

গো নিউজ ২৪/ এস কে 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ