ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২০১৬ সালে মুনাফা করল বেসিক ব্যাংক


গো নিউজ২৪ প্রকাশিত: জানুয়ারি ১, ২০১৭, ১২:৩৪ পিএম
২০১৬ সালে মুনাফা করল বেসিক ব্যাংক

২০১৪ ও ২০১৫ এই দুই বছর লোকসানের পর ২০১৬ সালে মুনাফা করেছে শত ভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটির মোট পরিচালন মুনাফা হয়েছে ১৪ কোটি ৮৭ লাখ টাকা।

এর আগে ২০১৫ সালে ব্যাংকটির লোকসান হয়েছিল ২৫৬ কোটি ৪২ লাখ টাকা এবং ২০১৪ সালে লোকসানের পরিমান ছিল ৯৮ কোটি ৩০ লাখ টাকা। তবে এই পরিচালন মুনাফা থেকে সঞ্চিতি ও কর বাদ দিয়ে নিট মুনাফা হিসাব করতে হবে। বর্তমানে বেসিক ব্যাংকে প্রচুর প্রভিশন ঘটতি রয়েছে।
 
বেসিক ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খন্দকার মো. ইকবাল বলেছেন, টানা দুই বছর লোকসানের পর এবার আমরা লাভের মুখ দেখেছি। তিনি আশা প্রকাশ করেন আগামীতে আরও বেশি মুনাফা করা সম্ভব হবে। এজন্য সর্বাত্বক চেষ্টার কথা জানান তিনি।
 
উল্লেখ্য, ২০০৯ সাল থেকে লাগামহীন ঋণ অনিয়ম ও দুর্নীতির কারনে একসময়ের সরকারী মালিকানায় পরিচালিত দেশের সবচেয়ে ভাল ব্যাংক মাত্র ৫ বছরে পরিনত হয় সবচেয়ে বেশী খেলাপী ঋণ স্মবলিত ব্যাংকে। এই অবস্থা থেকে ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে ব্যাংকটি। ব্যাংকের এই খারাপ অবস্থার জন্য সরাসরি দায়ী ছিলেন তৎকালীন চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু এবং ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামসহ কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা ও ঋণ গ্রহীতা। 

গো-নিউজ২৪/বিএস

অর্থনীতি বিভাগের আরো খবর
৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?