ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সবার আগে ধোনি পেলেন ছাড়পত্র, ফিরে পেলেন নিজের ঠিকানা


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক ‍‍ প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৭, ০২:০৬ পিএম আপডেট: ডিসেম্বর ৭, ২০১৭, ০৮:০৬ এএম
সবার আগে ধোনি পেলেন ছাড়পত্র, ফিরে পেলেন নিজের ঠিকানা

২০১৮ সালে আবার শুরু হবে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর আইপিএল। এবারের আইপিএলে ফিরছে নিষিদ্ধ থাকা দুইটি দল চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস। মুলত তাদের জন্য এবারের আইপিএলের নিয়মও হলো বদলানো। সেই হিসেবে এবারের আইপিএলে কোন দল সর্বোচ্চ ৩ জন দেশী এবং ২ জন বিদেশীকে দলে রাখতে পারবে। সেটা চেন্নাই এবং রাজস্থানের ক্ষেত্রেও প্রযোজ্য।  

২ বছরের নির্বাসন কাটিয়ে পরবর্তী আইপিএলে ফিরছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। গত জুলাইতেই দুদলের নির্বাসনের মেয়াদ শেষ হয়।

বিসিসিআই পক্ষ থেকেও স্বাগত জানানো হয়েছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে। সুখবর হলো, আগামী আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়েই খেলবেন মহেন্দ্র সিং ধোনি। বুধবার আইপিএল পরিচালনা কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়েছে।  

২০০৮ সালে ধোনির নেতৃত্বেই আইপিএল যাত্রা শুরু হয়েছিল চেন্নাই সুপার কিংসের। ২০১০ ও ২০১১ সালে পর পর ২ বছর আইপিএল জয়ী চেন্নাই সুপার কিংসকে অন্যতম শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন ধোনি, রায়না, অশ্বিনরা। তাই ম্যাচ ফিক্সিংয়ের দায়ে নির্বাসন কাটিয়ে ফিরে আসার পরও ধোনির উপরই ভরসা রাখতে চাইছিল চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এর আগে বিবৃতিও দেওয়া হয়েছিল।

এদিকে পুনেতে আইপিএল অভিজ্ঞতা সুখের হয়নি দুটি বিশ্বকাপ জয়ী সাবেক ভারত অধিনায়কের। পুনে কর্তৃপক্ষের সঙ্গে শুরু থেকেই ধোনির মতপার্থক্য নিয়ে কানাঘুষা ছিল।

এরপর ধোনিকে সরিয়ে স্টিভেন স্মিথকে অধিনায়ক করা হলে বিবাদের বিষয়টি প্রকাশ্যে চলে আসে। এমনকী ধোনির স্ত্রী সাক্ষীও এ নিয়ে টুইট করেন। তখন থেকেই চেন্নাই সুপার কিংস সালে ধোনির প্রত্যাবর্তন নিয়ে আলোচনা শুরু হয় ভারতীয় ক্রিকেটাঙ্গণে।

আজ বৃহস্পতিবার বিসিসিআইয়ের কার্যনির্বাহী সচিব অমিতাভ চৌধুরী জানান, পুরোনো দল ধরে রাখা নিয়ে কোনো বাধা নেই চেন্নাই ও রাজস্থানের সামনে। তিনি বলেন, '২০১৫ আইপিএলে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন এমন ক্রিকেটারদের অনেকেই আইপিএল ২০১৭ সালে পুনে ও গুজরাট লায়নসের হয়ে খেলেছিলেন। তাদের থেকে নিজেদের দল বাছাই করতে পারবে চেন্নাই ও রাজস্থান। '

প্রসঙ্গত, পুরনো ক্রিকেটার ধরে রাখার সংখ্যা ৩ থেকে বাড়িয়ে ৫ করার প্রস্তাব দিয়েছিল আইপিএলর বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি। আজকের বৈঠকে এই দাবি মেনে নিয়েছে আইপিএল পরিচালনা কমিটি। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিগুলোর 'স্যালারি পার্স' ৬০ কোটি থেকে ৮০ কোটি করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

গো নিউজ ২৪/ এ আই 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ