ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা মুসলিমদের ভারত থেকে বিতাড়িত করবে মোদি সরকার


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ১১, ২০১৭, ১০:৩৪ এএম
রোহিঙ্গা মুসলিমদের ভারত থেকে বিতাড়িত করবে মোদি সরকার

ভারতে বসবাসরত প্রায় ৪০ হাজার রোহিঙ্গা মুলিমকে দেশছাড়া করতে নরেন্দ্র মোদি সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিরণ রিজিজু। এজন্য ভারত সরকার বিস্তারিত নির্দেশ দিয়ে দিয়েছে বলেও বুধবার রাজ্যসভায় জানিয়েছেন তিনি।

ভারতীয় এই স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অবৈধভাবে ভারতে বসবাস করা এই মুলিমদের বিতাড়ন পর্ব ধারাবাহিকভাবে চলবে।

রিজিজু এক লিখিত বিবৃতিতে আরো জানিয়েছেন, ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্ট অনুসারে অবৈধভাবে ভারতে বসবাসকারী রোহিঙ্গা মুসলিমদের বিতাড়িত করা হবে। এজন্য কেন্দ্র সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলো টাস্ক ফোর্স গঠন করারও নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। প্রতিটি জেলা ধরে অবৈধভাবে বসবাসকারী মুসলিমদের চিহ্নিত করার নির্দেশ দেয়া হয়েছে।  

উল্লেখ্য, মিয়ানমার থেকে ভারতে গিয়ে বসবাসকারী রোহিঙ্গা মুসলিমের সংখ্যা কমপক্ষে ৪০ হাজার। সমুদ্রপথ ছাড়াও চীন ও বাংলাদেশ হয়ে রোহিঙ্গারা ভারতে প্রবেশ করে। মিয়ানমারের সেনাবাহিনী দীর্ঘদিন ধরেই সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর নিপীড়ন চালিয়ে আসছে। তাদের সঙ্গে দোসর হিসেবে আছে উগ্র বৌদ্ধরা। রোহিঙ্গাদের বিশ্বের সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠি বিবেচনা করে জাতিসংঘ। আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিযোগ, রোহিঙ্গাদের জাতিগতভাবে বিনাশ করে দেয়ার চেষ্টা করছে মিয়ানমার সরকার। তাদের ওপর নির্যাতনকে গণহত্যা বলেও আখ্যা দিয়েছেন অনেকে।

ভারতে শুধু জম্মুতেই সাড়ে পাঁচ হাজার রোহিঙ্গার বাস। বাংলাদেশেও তিন লাখের বেশি রোহিঙ্গা রয়েছে। বৌদ্ধ সম্প্রদায়ের হামলার জেরে ২০১২ সাল থেকে রোহিঙ্গা মুসলিমরা দেশ ছাড়তে বাধ্য হয়। মিয়ানমার সরকারও এই মুসলিমদের সে দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয় না। ১৯৮২ সালে মিয়ানমার নতুন নাগরিক নীতি চালু করলেও রোহিঙ্গাদের কার্যত কোনো দেশ নেই।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র