ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের মাধ্যমে জঙ্গিবাদ জড়িয়ে পড়ার শঙ্কা


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: অক্টোবর ১২, ২০১৭, ০৪:১৭ পিএম আপডেট: অক্টোবর ১২, ২০১৭, ১০:২৩ এএম
রোহিঙ্গাদের মাধ্যমে জঙ্গিবাদ জড়িয়ে পড়ার শঙ্কা

সম্প্রতি মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে অবস্থান করেছেন কয়েক লাখ রোহিঙ্গা। তবে এখনো রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার কোন আভাস দিচ্ছে না মিয়ানমার সরকার। তবে এই সংকট এভাবে চলতে থাকলে রোহিঙ্গারা জঙ্গিবাদ ছড়িয়ে দেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় এমন তথ্য উঠে এসেছে। গোলটেবিল বৈঠকটি আয়োজন করেছিল সুশাসনের জন্য নাগরিক-সুজন।

আলোচনা সভার মূল প্রবন্ধে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের কেউ কেউ নানা অপরাধী কর্মকাণ্ডে যুক্ত হতে পারে। সবচেয়ে শঙ্কার বিষয় হল যে, চরমভাবে নিগৃহীত ও ক্ষুব্ধ এ জনগোষ্ঠীকে স্বার্থান্বেষী মহল উগ্রবাদের পথে প্ররোচিত করতে পারে, যা শুধু বাংলাদেশ নয়, পুরো রিজিয়নকেই অস্থিতিশীল করতে পারে। এর চরম মাশুল মিয়ানমারসহ সবাইকেই দিতে হবে। এ সত্ত্বেও এ সমস্যাটি সমাধানের জন্য আমাদেরকে সম্ভাব্য সকল পদক্ষেপ নিতে হবে।

রোহিঙ্গা সমস্যা শিগগির সমাধানের সম্ভাবনা ক্ষীণ হওয়ার কথা তুলে ধরে এর ফলে নিরাপত্তা ও অর্থনৈতিক সঙ্কট তৈরি হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন আলী ইমাম মজুমদার।

তিনি বলেন, ভবিষ্যতে এ সমস্যা আরও জটিল আকার ধারণ করতে পারে। বিশ্বের অন্যান্য প্রান্তের বিভিন্ন ঘটনাবলির কারণে আন্তর্জাতিক মহলের দৃষ্টি অন্যদিকে সরে যেতে পারে। বাংলাদেশের পক্ষে প্রায় ১০ লাখ শরণার্থীর চাপ সহ্য করা দুরূহ হবে। ভয়াবহ নিরাপত্তাজনিত সমস্যার সৃষ্টি করতে পারে। এই বিরাট উদ্বাস্তু জনগোষ্ঠীকে একটি নির্দিষ্ট জায়গায় আবদ্ধ করে রাখা প্রায় অসম্ভব হয়ে উঠতে পারে। ফলে তারা জীবন-জীবিকা নির্বাহের প্রচেষ্টায় স্থানীয়দের সঙ্গে প্রতিযোগিতা, এমনকি দ্বন্দ্বেও জড়িয়ে পড়তে পারে।

বিশ্ব সম্প্রদায়ের চাপ অব্যাহত রাখতে জোর কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার পরামর্শ দেন সুজনের এই নির্বাহী সদস্য।

রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক ও বিভিন্ন পক্ষের একই রকম বক্তব্যের কারণে তাদের অবস্থান একইদিকে আছে উল্লেখ করে এ ক্ষেত্রে সবদলের ঐক্যমতের ফোরাম গড়ে তোলারও পরামর্শ আসে গোলটেবিল আলোচনা থেকে।

অনুষ্ঠানে সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, রোহিঙ্গা সঙ্কটে সব দল নিজেদের অবস্থান ব্যক্ত করেছে। এক্ষেত্রে জাতির ঐক্যমত দরকার। যেটা হলে এ সমস্যাকে দীর্ঘ মেয়াদী হলেও সমাধানের দিকে নিয়ে যাওয়া যাবে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমেদ বলেন, রোহিঙ্গা ইস্যুতে যে জাতীয় ঐক্য দরকার, সেটা কিন্তু আছে; সবাই প্রায় একই রকমের কথা বলছে। দৃশ্যমান প্ল্যাটফর্ম হয়ত নাই। সেটা করার প্রসঙ্গে এখানে বক্তব্য এসেছে।

সভাপতির বক্তব্যে সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খান বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকার সেভাবে কাজ করতে পারেনি। সরকারের হোমওয়ার্কও সেভাবে ছিল না। আর সরকারের হোমওয়ার্ক থাকলেও সেটা সচেতন নাগরিক হিসাবে আমাদের জানা উচিত। সরকারের কোনো মুখপাত্র না থাকায় কোনটা সরকারি বক্তব্য সেটা বোঝা দুষ্কর হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান চৌধুরী বলেন, জাতিসংঘসহ বিভিন্ন দেশের অবস্থান বাংলাদেশের পক্ষে এসেছে। তবে রোহিঙ্গা নির্যাতন বন্ধে এবং তাদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে সেটা সেভাবে কাজে আসেনি। রোহিঙ্গা সমস্যায় সমর্থন আদায়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনে চীন, রাশিয়া ও ভারতে সফর করতে পারেন বলেও উল্লেখ করেন তিনি।

মানবাধিকারকর্মী হামিদা হোসেন বলেন, রাখাইন রাজ্যকে খালি করার স্বার্থে তারা রোহিঙ্গা নির্যাতন চালাচ্ছে। কারণ খালি করতে পারলে বিনিয়োগ আসবে। বিভিন্ন দেশ তাদের কাছে অস্ত্র বিক্রি করছে। সেটা বিক্রি বন্ধের জন্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে চাপ অব্যাহত রাখতে হবে।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ, রামসুর পরিচালক অধ্যাপক সি আর আবরার, সমাজকর্মী রেহানা সিদ্দিকী প্রমুখ।

গোনিউজ২৪/কেআর

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়