ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মসজিদের ইমাম পরিবর্তন নিয়ে সংঘর্ষে নিহত ২


গো নিউজ২৪ | জেলা প্রতিনিধি, হবিগঞ্জ প্রকাশিত: আগস্ট ১২, ২০১৭, ১১:১৮ এএম
মসজিদের ইমাম পরিবর্তন নিয়ে সংঘর্ষে  নিহত ২

হবিগঞ্জ জেলার বাহুবলে মসজিদের কমিটি ও ইমাম পরিবর্তনের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ আরও অর্ধশতাধিক।

শনিবার সকালে সাতকাপন ইউনিয়নের মুগকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ও বাহুবল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- মুগকান্দি গ্রামের সাবু মিয়ার ছেলে লন্ডন প্রবাসী কবির আখনঞ্জী (৪৫) ও গুরুতর আহত অবস্থায় একই গ্রামের মতিন মিয়াকে (৫০) সিলেট নেওয়ার পথে মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের মুগকান্দি জামে মসজিদের কমিটি গঠন ও ইমাম পরিবর্তনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এক পক্ষ বর্তমান ইমান ফরিদ আখঞ্জীর পরিবর্তন চায়, অপর পক্ষ ওই ইমামের পক্ষে অবস্থান নেয়।

এ অবস্থায় শুক্রবার জুম্মার নামাজে সাতকাপন ইউপি চেয়ারম্যান মুগকান্দি গ্রামের আবদাল মিয়া আখনঞ্জী গ্রুপের সোহেল মিয়ার সাথে একই গ্রামের শফিক মাস্টারের বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে শনিবার সকালে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুইজন নিহত ও নারীসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়। তাৎক্ষণিকভাবে কারো পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি রাসেলুর রহমান জানান, এ ঘটনা নিয়ন্ত্রণে আনতে ১শ রাউন্ড শর্টগানের গুলি ও ২৫ রাউন্ড গ্যাসগান নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গো নিউজ২৪/এমবি

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা